এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বেআইনি বাজি কারখানায় এই পদক্ষেপ! এগরায় গিয়ে বড় ঘোষণা মমতার!

বেআইনি বাজি কারখানায় এই পদক্ষেপ! এগরায় গিয়ে বড় ঘোষণা মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় ভয়াবহ বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর প্রচুর মানুষের প্রাণ চলে গিয়েছে। তারপর রাজ্যের আরও এক দুটি জায়গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই পরিস্থিতিতে আজ এগরার খাদিকুল গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে এইরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য সরকারের কি পরিকল্পনা রয়েছে, তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই এগরার খাদিকুল গ্রামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আর তারপরেই সরকার যে এই ব্যাপারে দৃষ্টি দিচ্ছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য যে বেআইনি বাজি কারখানা গুলিতে ক্লাস্টার লাগানোর পরিকল্পনা করছে সরকার, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইতিমধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটি দু মাসের মধ্যে রিপোর্ট দেবে এবং তারপরেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

বিশেষজ্ঞদের মতে, অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রীতিমতো চাপে রাজ্য সরকার। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যত প্রশ্নের মুখে। আর এই পরিস্থিতিতে এবার সেই এগরায় গিয়ে রাজ্য সরকার যে আগামী দিনে এইরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য বড় পরিকল্পনা গ্রহণ করছে, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাস্তব কতটা মিল খায়, কবে এই বেআইনি বাজি কারখানার রমরমা রুখতে পদক্ষেপ গ্রহণ করে সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!