এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বেআইনি কারবারীদের বিরুদ্ধে সরব হেভিওয়েট মন্ত্রী, ভোটের আগে বাড়ছে জল্পনা!

বেআইনি কারবারীদের বিরুদ্ধে সরব হেভিওয়েট মন্ত্রী, ভোটের আগে বাড়ছে জল্পনা!

2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর কোনোরূপ অন্যায় বরদাস্ত করা হবে না বলে আশা করেছিল সকলেই। তবে তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দুর্নীতি, অনিয়মের ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার উন্নয়নের বার্তা দেওয়া হলেও, সেই উন্নয়নকে স্তব্ধ করতে রমরমা কারবার দেখা যায় বেআইনি জমি কারবারীদের। সামনেই পৌরসভা নির্বাচন। এবার তার আগে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে সেই বেআইনি জমি কারবারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

সূত্রের খবর, শুক্রবার বিকেলে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস কানাকাটা মোড়ের কাছে “বাংলার গর্ব মমতার” কর্মসূচির অনুষ্ঠান থেকে এই ব্যাপারে সরব হন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী। এদিন গৌতম দেব বলেন, “কোথাও উন্নয়নের মাত্রা বাড়লেও জমির কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। এটাই নিয়ম। তবে সরকারি জমি তো বটেই, বেসরকারি জমিতেও বেআইনি কারবার চলবে না। আমি আগেও বলেছি, আবার বলছি, জমির বেআইনি কারবার হলে পুলিশ প্রশাসন আইন মেনে ব্যবস্থা নেবে। কোনো দল বা রঙ দেখা যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে দল ক্ষমতায় থাকে, সেই দলের পারিষদেরাই বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু নির্বাচনের আগে যদি এই অপরাধমূলক কাজের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের নাম জড়িয়ে যায়, তাহলে অস্বস্তিতে পড়তে হবে রাজ্যের শাসক দলকে। তাই সেই দিকটার কথা মাথায় রেখেই এবার নির্বাচনের আগে এই ব্যাপারে সকলকে সতর্ক করে দিলেন গৌতম দেব বলে মত একাংশের। অন্যদিকে সবসময় তৃণমূলের কর্মীরা জনসংযোগে থাকছে।

তাই জমি নিয়ে কোথাও বেআইনি কারবার হলেই, তার কাছে খবর আসবে বলেও অভয় বার্তা দিতে দেখা যায় রাজ্যের পর্যটনমন্ত্রীকে। তবে পর্যটন মন্ত্রী গৌতম দেব ভোটের মুখে এরূপ কড়া বার্তা দেওয়ায় উঠছে নানা প্রশ্ন। কেন প্রথম থেকে শক্ত হাতে এটা মোকাবিলা করার বার্তা দিতে শোনা যায়নি তৃণমূলকে! শুধুমাত্র নির্বাচনের দিকে তাকিয়েই কি এই পদক্ষেপ! তাহলে কি নির্বাচন চলে গেলে ফের এই জমি কারবারীদের বাড়বাড়ন্ত দেখা যাবে! এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে জনমানসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!