বেআইনি অস্ত্র উদ্ধার, পুলিশকে নির্দেশ দিলেন তৃণমূল নেতা! তুঙ্গে জল্পনা! তৃণমূল রাজনীতি রাজ্য March 29, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনার পরেই গোটা রাজ্য জুড়ে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার কথা বলেন তিনি। আর তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এবার এই ব্যাপারে পুলিশ সুপারকে চিঠি দিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠ। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। যেখানে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, “রাজ্যের সর্বত্র বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে মান্যতা দেওয়া যায়, সেই জন্য পুলিশ সুপারকে আবেদন করছি।” স্বভাবতই তৃণমূল নেতার এই আবেদন ঘিরে নানা মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি তৃণমূল নেতার কাছে খবর আছে যে, এই এলাকায় ব্যাপক বেআইনি অস্ত্র রয়েছে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -