এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেআইনি পদ্ধতি বন্ধে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা, কড়া ফিরহাদ!

বেআইনি পদ্ধতি বন্ধে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা, কড়া ফিরহাদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই পুকুর বন্ধ করা যে বেআইনি, সেই ব্যাপারে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে এই ব্যাপারে তার কড়া বার্তা কার্যত সর্বজনবিদিত। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে এইরকম বেআইনি কাজে লিপ্ত থাকতে দেখা গেছে একাংশকে। তবে তা সত্ত্বেও পুলিশের চোখের সামনে দিয়েই এই ধরনের পুকুর ভরাটের মত অপরাধমূলক ঘটনা ঘটলেও সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি প্রশাসনকে।

তবে এই বেআইনী প্রক্রিয়া এবার বন্ধ করতে কড়া বার্তা দিলেন কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে কলকাতা পৌরসভার অন্তর্গত কোনো এলাকায় যদি পুকুর ভরাট হয় এবং তা সত্ত্বেও যদি সেখানকার প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সেই স্থানীয় থানার ওসির বিরুদ্ধে কলকাতা পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। স্বাভাবিকভাবেই বেআইনি কার্যকলাপ বন্ধ করতে কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের এই বার্তার পরে রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে কড়া বার্তা দেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে অন্তত পুলিশ জানে না, তা তো হয় না। বেআইনি বাড়ি থেকে পুকুর ভরাট বন্ধ করার জন্য আইন পুলিশকে দিয়েছে। তাই থানার ওসিকে সক্রিয় হতে হবে। যদি আইন ভেঙে পুকুর ভরাট চলতে থাকে, তবে সেই এলাকার পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী এই পুকুর ভরাটের বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক হতে বলেছেন। কিন্তু তারপরেও এই ধরণের ঘটনাও ঘটেই চলেছে। তাই কলকাতা পৌরসভার অন্তর্গত যে কোনো এলাকায় যাতে এই ঘটনা বন্ধ করা যায়, তার জন্য পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথা বলে পুকুর ভরাট যাতে না হয়, সেই চেষ্টাই করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, মাঝেমধ্যেই কলকাতা শহরে বহু অবৈধ ঘটনার খবর সামনে আসে। যার মধ্যে অন্যতম এই পুকুর ভরাটের ঘটনা। প্রোমোটারদের দৌড়াতে রীতিমতো অদৃষ্ট সাধারণ মানুষ তাই এই পরিস্থিতিতে বারবার কলকাতা পৌরসভার কাছে বাসিন্দাদের পক্ষ থেকে নানা অভিযোগ পৌঁছে গিয়েছে আর এবার গোটা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা বলে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের এই বার্তার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!