এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বেগম হারছে’, বুথ ম্যানেজমেন্টকে শক্তিশালী বলে হুংকার শুভেন্দুর!

‘বেগম হারছে’, বুথ ম্যানেজমেন্টকে শক্তিশালী বলে হুংকার শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সকাল থেকেই বেশ খোশ মেজাজে দেখা গিয়েছিল তাকে। এমনিতেই সাত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে তার। কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে এসে বিজেপির টিকিটে আবার হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাকে। তাই অন্যদিনের থেকে একটু সকাল সকাল ঘুম ভেঙেছে শান্তিকুঞ্জের মেজো ছেলের। আর সকাল থেকে নিজের বিধানসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন তিনি।

তবে বেলা যত বেড়েছে, ততই অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত হননি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বরঞ্চ 70 শতাংশ ভোট যখন পড়ে গিয়েছে, তখন কার্যত আত্মপ্রত্যয়ী দেখা গেল তৃণমূলের এই প্রাক্তন নেতাকে। যেখানে নাম না করে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে “বেগম” বলে সম্বোধন করে তিনি পরাজিত হচ্ছেন বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “70 শতাংশ ভোট হয়ে গিয়েছে। 85-88 থেকে শতাংশ হবে ভোটের হার। কোন কোন বুথে ভোটের হার 90 শতাংশের বেশি হবে। আমাদের বুথ ম্যানেজমেন্ট খুব শক্তিশালী। এতদিন এখানে কোনো রেজিস্টান্ট ছিল না। তাই কমপ্লেন ছিল না। এবারতো জবরদস্ত কম্পিটিশন। টিএমসি ডেসপারেট। তৃণমূল তো এজেন্ট দিতে পারেনি। বেগম হারছে, বিকাশ জিতছে। জমির সঙ্গে কঠিন ভাবে যুক্ত আমি। গ্রামে পাড়ায় লোকজন আছে। মানুষকে বিশ্বাস শব্দটা খুব বড়। যেটা নন্দীগ্রামের জনগণের সঙ্গে আমার আছে। কুড়ি বছরের সম্পর্ক। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ তুললেও, শুভেন্দু অধিকারীকে কিন্তু বেশ শান্ত স্বভাব বজায় রাখতেই দেখা গেল। তাহলে কি তিনি ভোটগ্রহণপর্ব নিয়ে সন্তুষ্ট? আর তাই আত্মপ্রত্যয়ী হতে দেখা যাচ্ছে তাকে? বিশ্লেষকরা বলছেন, সারা রাজ্যের মধ্যে নন্দীগ্রামের লড়াই এবার নজরকাড়া হয়ে দাঁড়িয়েছে। এককালের দুই সতীর্থ এখন প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন।

অনেকে বলছেন, এই নন্দীগ্রামে যিনি জয়লাভ করবেন, তার দল রাজ্যের ক্ষমতা দখল করবে। সেদিক থেকে লড়াই ক্রমশ হাড্ডাহাড্ডি। তবে শেষ মুহূর্তে মুখে হাসি বজায় রাখতে দেখা গেল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হচ্ছেন বলে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। কিন্তু মুখে শুভেন্দু অধিকারী যে কথাই বলুন না কেন, কার দখলে থাকে জমি আন্দোলনের আঁতুড়ঘর, তা আগামী 2 মে ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!