এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বেহাল রাস্তার প্রতিবাদে খানা খন্দে নেমে ধান বীজ রোপণ করে প্রতিবাদ জানাল কংগ্রেস

বেহাল রাস্তার প্রতিবাদে খানা খন্দে নেমে ধান বীজ রোপণ করে প্রতিবাদ জানাল কংগ্রেস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সঙ্গী করেই আগামী দিনে মসনদে বসার দাবি জানাচ্ছেন। কিন্তু তিনি উন্নয়নের কথা বললেও রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সে ছবি চোখে পড়ছে না। আর তাই নিয়েই চলছে জায়গায় জায়গায় অশান্তি। সম্প্রতি দুর্গাপুর ডিএসপি টাউনশিপ এর বেহাল এস এন ব্যানার্জি রোড সংস্কার নিয়ে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি। রাস্তার দাবিতে এদিন ভাঙা রাস্তায় কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেস সমর্থকদের একাংশ লাঙল নিয়ে ধানের চারা রোপণ করেন বলে জানা গেছে।

সূত্রের খবর, কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা এআইসিসির সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা পথে নামেন। এদিন তাঁর কথা অনুযায়ী জানা গেছে, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে এডিএসপি টাউনশিপের এস এন ব্যানার্জি রোড। জায়গায় জায়গায় বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। কিন্তু বেআইনিভাবে লরি ট্রাক যাতায়াত করার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। এমনকি রাস্তায় দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। কিন্তু তাতেও চোখ খোলেনি প্রশাসনের।

রাস্তা সারাই এর কথা তুললেই ডিএসপি সংস্থা এবং রাজ্য সরকারের মধ্যে শুরু হয় টানাপোড়েন। এই অবস্থায় অন্য কোন পথ না দেখে কংগ্রেস কর্মী এবং সমর্থকরা দেবের চক্রবর্তীর নেতৃত্বে এদিন পথে নামেন। খানাখন্দে ভরা রাস্তায় গর্ত হয়ে গেছে আগেই। তারা ধানের চারা রোপণ করেন বলে জানা গেছে। সাথে আবেদন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙা থাকার ফলে সাধারণ মানুষকে নিত্যদিন দুর্গতির মুখোমুখি হতে হচ্ছে। এবং দিন দিন এই রাস্তাটি আরও বেহাল হয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এআইসিসির সদস্য দেবেশ চক্রবর্তী এদিন জানিয়েছেন, ভাঙ্গা রাস্তা কে সারাবে, তাই নিয়ে দীর্ঘদিন ধরেই ডিএসপি এবং দুর্গাপুর পুরসভার মধ্যে চলছে টানাপোড়েন। অবিলম্বে যদি রাস্তা সারাই না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন তাঁরা বলে জানান। অন্যদিকে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি এই আন্দোলনের প্রতি তীব্র কটাক্ষ করে বলেন এভাবে রাস্তায় লাঙল নিয়ে না নেমে মাঠে নামলে অনেক বেশী কার্যকর হত উপরন্তু তিনি দাবি করেছেন রাস্তা মেরামত করার কথা ডিএসপি র কিন্তু মানুষের অসুবিধা হওয়ার কথা ভেবে দুর্গাপুর পৌরসভা ডিএসপিকে একটি এনওসি দিয়ে রাস্তাটি আমূল সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

এবং ইতিমধ্যে তার পদ্ধতিগত প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। যদিও এ সম্পর্কে কংগ্রেস নেতাদের কানে কিছু পৌঁছায়নি বলে জানিয়েছেন দুর্গাপুরের মেয়র। তার সাথে তিনি এও জানান, রাস্তা সারাতে দেরী হবার কারণ লকডাউন। অন্যদিকে রাস্তা সারাই নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব যে রীতিমতো তুঙ্গে দুর্গাপুরে, তা পরিষ্কার। আপাতত সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিয়ে দুর্গাপুর পৌরসভা তাদের কাজ ঠিকঠাক ভাবে করছে কিনা সে দিকেই এখন নজর সবার। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাস্তা ভাঙাকে কেন্দ্র করে কংগ্রেস আন্দোলনের পথে গিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে দুর্গাপুর বাসীর কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!