এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেহালা পূর্বের তারকা প্রার্থী নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে বিতর্ক তুঙ্গে, কি বললেন ঐ এলাকার হেভিওয়েট তৃণমূল প্রার্থী?

বেহালা পূর্বের তারকা প্রার্থী নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে বিতর্ক তুঙ্গে, কি বললেন ঐ এলাকার হেভিওয়েট তৃণমূল প্রার্থী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রচার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর কদিন বাদেই রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর তার আগেই চলছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ। ইতিমধ্যেই তৃণমূল তার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবং অন্যান্য দলগুলো দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে।

 গতকালই গেরুয়া শিবিরের তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে এবং সেখানেই দেখা গেছে এবারের বিজেপির প্রার্থী তালিকায় টালিগঞ্জের তারকারা পেয়েছেন স্থান এবং বেহালা পূর্বের মতো গুরুত্বপূর্ণ বিধানসভায় রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে লড়াইতে নামছেন অভিনেত্রী পায়েল সরকার। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। গেরুয়া শিবিরের অন্দরেও চলছে ব্যাপক গুঞ্জন। 

কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। এবং মনে করা হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরেই পায়েলের জন্য বড়সড় চ্যালেঞ্জ। এদিন বেহালা পূর্ব থেকে নির্বাচনী লড়াইয়ের প্রসঙ্গে পায়েল সরকার সকল মানুষকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ দিয়েছেন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন কাজ করার। সম্পূর্ণভাবে মানুষের পাশে থাকার কথা দিয়েছেন। 

অন্যদিকে পায়েল সরকারকে নিয়ে বেহালা পূর্বের হেভিওয়েট তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পায়েল সরকারের বিরুদ্ধে বিশেষ কিছুই বলতে চাননি তিনি।পায়েলকে বয়সে ছোট বলে কিছুটা ছাড় দিয়েছেন, তবে রত্না চট্টোপাধ্যায় পাশাপাশি এও জানিয়েছেন, পায়েল যেহেতু অভিনয় জগতের মানুষ তাই রাজনীতিতে কতটা সে সময় দিতে পারবে তা নিয়ে সন্দেহ থাকবে। কিন্তু রত্না যেহেতু রাজনীতির হোলটাইমার, তাই তাঁকে সর্বক্ষণ এলাকার মানুষের পাশে পাওয়া যাবে। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পায়েল সরকার প্রার্থী হওয়ার পরে গেরুয়া শিবিরে শুরু হয়েছে অন্য বিতর্ক। প্রসঙ্গত জানা যাচ্ছে, বেহালা পূর্বের প্রার্থী হতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল শোভন চট্টোপাধ্যায়তো প্রার্থী তালিকায় নেই, এমনকি তাঁর বান্ধবী তথা বিজেপির কলকাতা সংগঠনের আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও প্রার্থী করা হয়নি।আর এই নিয়ে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। ইতিমধ্যেই শোভন-বৈশাখী দল ছাড়ার কথা ঘোষণা করে রাজ্য বিজেপি সভাপতিকে চিঠি পাঠিয়ে দিয়েছেন।

 রাজনৈতিক মহলে অবশ্য প্রশ্ন উঠেছে, বেহালা পূর্বের মতন জায়গায় যেখানে এতদিন তৃণমূলের হয়ে শোভন চট্টোপাধ্যায় জিতে এসেছেন, আর এবার তৃণমূলের রত্না চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে যথেষ্ট হেভিওয়েট প্রার্থী, সে জায়গায় রাজনীতিতে নতুন মুখ পায়েল সরকার কতটা লড়াই দিতে পারবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে। এলাকার মানুষ তারকা প্রার্থীকে কতটা কাছে টেনে নেবে তা নিয়েও প্রশ্ন থেকে যায়। তবে সর্বোপরি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পায়েল সরকার প্রথম নির্বাচনে মুখ রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!