নিজের খাসতালুকে এবার গেরুয়া ঝড় প্রবল করতে বড়সড় পদক্ষেপ শোভন-বৈশাখীর! চড়ছে উত্তেজনার পারদ কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের হাত ধরেই দীর্ঘদিনের তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে পা রাখেন। যথারীতি এরপর বেহালার কর্তৃত্ব হারাতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। দীর্ঘ তিন বছর তিনি বেহালায় পা দেননি। কিন্তু এবার বিজেপির হয়ে রোড শো করতে চলেছেন শোভন বৈশাখী বেহালায়। বিজেপিতে এসেও প্রায় 17 মাস শোভন-বৈশাখী নিষ্ক্রিয় থাকার পর তাঁদেরকে দলে সক্রিয় করে তোলা হয়। সম্প্রতি বিজেপি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর উপর দায়িত্ব দিয়ে তাঁদেরকে সক্রিয় করে তোলার ওপর জোর দিয়েছে। শোভন চট্টোপাধ্যায় কলকাতা জোনের পর্যবেক্ষকের পদ পেয়েছেন এবং তার বান্ধবী হয়েছেন কো কনভেনর। আর তারপর থেকেই শোভন-বৈশাখীকে এবার একটু একটু করে বিজেপির হয়ে প্রচারে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা দক্ষিণে তাঁদের রোড শো যথেষ্ট সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। এরপর ডায়মন্ড হারবারে শোভন বৈশাখী রোড শো করেন। যথারীতি এই কেন্দ্রটি অত্যন্ত উল্লেখযোগ্য কারণ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। মঙ্গলবার বেলেঘাটায় শোভন-বৈশাখী রোড শো করেন আর এবার শোনা যাচ্ছে শোভন-বৈশাখী পা দিতে চলেছেন বেহালায়। এর আগে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ক্ষমতা বা সাহস থাকলে নিজের এলাকা থেকে শোভন চট্টোপাধ্যায় রোড শো করুক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এবার বেহালায় রোড শো করে সেই চ্যালেঞ্জের উত্তর দিতে চলেছেন শোভন-বৈশাখী বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। তবে এই রোডশো কিন্তু প্রবল চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বেহালার দীর্ঘদিন না থাকার দরুণ সেখানকার দায়িত্ব নিয়েছেন রত্না চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পর নিজের বিধানসভা কেন্দ্র এবং ওয়ার্ডে পা রাখতে চলেছেন শোভন বৈশাখীকে সাথে নিয়ে। এতদিন পর শোভন বৈশাখীকে মানুষ কিভাবে স্বাগত জানাবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে শোভন বৈশাখীর বেহালার রোড শো নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এখনো পর্যন্ত শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই শোভন-বৈশাখী রোড শো নিয়ে ইতিমধ্যেই কৌতুহল উঠেছে তুঙ্গে। দীর্ঘ সময় পর শোভনকে দেখা যাবে বেহালা এলাকায়। বেহালা এলাকায় তিনি বিজেপির হয়ে কি বার্তা দেন, সে দিকে কিন্তু নজর থাকবে ওয়াকিবহাল মহলের। পাশাপাশি শোভন তাঁর এলাকায় এখনো ততোটাই জনপ্রিয় রয়েছেন কিনা সেটাও লক্ষণীয়। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কলকাতার মাটিতে পদ্ম ফোটাতে মরিয়া শোভন বৈশাখী বেহালার রোড শো কতটা সফল করতে পারেন সেদিকেই সবার নজর। আপনার মতামত জানান -