এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেহালা থেকে তৃণমূলের প্রার্থী কে? জল্পনা তুঙ্গে

বেহালা থেকে তৃণমূলের প্রার্থী কে? জল্পনা তুঙ্গে

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছরেরও বেশি সময় হলো তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে দীর্ঘসময় ধরে বিজেপিতে থেকেও, দলে তেমন একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি তাঁকে। তবে আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে দলে তাঁকে সক্রিয় করে তোলবার চেষ্টা চলছে। এই আবহে শোনা গেল আগামী বিধানসভা নির্বাচনে বেহালা থেকে বিজেপির প্রার্থী করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। তবে শোভন চট্টোপাধ্যায় যদি বেহালা থেকে বিজেপির প্রার্থী হন, তবে বেহালা থেকে তৃণমূলের প্রার্থী কে হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ১৪ ই আগস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে, বিজেপিতে যোগ দিলেও, এখনো পর্যন্ত তেমন একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি তাঁকে। এদিকে একাধিক বার তাঁর তৃণমূলে ফিরে আসার গুঞ্জন শোনা গেছে। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে তাঁকে দলে সক্রিয় করে তুলতে চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় তাঁর।

শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিজেপি দলে সেভাবে গুরুত্ব দেয়া হচ্ছে না তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর বান্ধবী দলের কাছে প্রাপ্য সম্মান পাচ্ছেন না। যে কারণে দলের প্রতি কিছুটা বিমুখ তিনি। এ কারণে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বয়কট করেছিলেন তিনি। তাঁকে বিজেপিতে সক্রিয়ভাবে তোলার চেষ্টায় হয়েছে একাধিকবার। কিন্তু এখনো পর্যন্ত কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে তাঁকে বেহালা পূর্ব থেকে নির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে, এমন কথা শোনা গেল। তবে, তাঁকে যদি বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী করা হয় ও তাঁর বিপরীতে যদি তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। তবে, কি তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সেটা মেনে নেবেন? এই প্রশ্ন করেছেন অনেকে।

তবে, এ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, দল তাঁকে যে নির্দেশ দেবে, তাই তিনি পালন করবেন। দলের নির্দেশে তিনি মাঠে ময়দানে নেমে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতেও প্রস্তুত আছেন বলে জানালেন। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, তার উত্তরে তিনি জানালেন, ” যেদিন তিনি বিজেপির ঝান্ডা হাতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেদিন থেকেই আর কোনো জল্পনা ছিল না। একবার এই দল আর একবার ওই দল এটা কোনো হা ডু ডু খেলা নয়।”

বস্তুত, শোভন চট্টোপাধ্যায় এর কাছে বিরোধীদলের চেয়েও অধিক বিরোধী হলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাই পারিবারিক যুদ্ধক্ষেত্রের বাইরে, এবারে যদি রাজনীতিক যুদ্ধক্ষেত্রে তাঁদের প্রতিদ্বন্দী করা হয়। তবে দলের নির্দেশ মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত রত্না চট্টোপাধ্যায়। একথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!