এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বহরমপুর পুরসভার বিশেষ উদ্যোগে নতুন করে লেখা হল মানবতার জয়গান

বহরমপুর পুরসভার বিশেষ উদ্যোগে নতুন করে লেখা হল মানবতার জয়গান


সমাজের ভাবধারা পরিবর্তন হচ্ছে – পরিবর্তন এসেছে মানুষের মনে। মানবতার জয়গান যেন সমাজের সর্বত্র দেখা যাচ্ছে। এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর। তৈরি করা হলো তৃতীয় লিঙ্গধারীদের নিজস্ব শৌচালয়। এত দিন তৃতীয় লিঙ্গধারীরা কোন শৌচালয় ব্যবহার করবেন তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। ফলস্বরূপ তৃতীয় লিঙ্গের মানুষগুলি রাস্তার ধারে বা জঙ্গলে তাঁদের শৌচকার্য করতে বাধ্য হতেন। তাই দীর্ঘদিন ধরেই তাঁদের দাবী ছিল যে তাঁদের জন্য শহরে পৃথক শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। কারণ তাঁদের জনসংখ্যা মুর্শিদাবাদ শহরে বেশ চোখে পড়ার মতো। সরকারি পক্ষ থেকে একদিকে যেমন স্বচ্ছ ভারত মিশন বা নির্মল বাংলা অন্য দিকে তেমনই খোলা জায়গায় শৌচকর্ম নিষিদ্ধকরণ এর প্রয়াস নেওয়া হয়েছে। আর এবার তারই ফলস্বরূপ তৃতীয় লিঙ্গের মানুষেরা তাঁদের দাবী মতো পেলেন তাঁদের নিজস্ব শৌচালয় – যা নতুন করে দিল তাঁদের সামাজিক মর্যাদা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রকৃতির অদ্ভুত ইচ্ছায় নারী বা পুরুষ না হয়েও তাঁরাও মানুষ, তাঁরাও ভারতীয় – সুতরাং তাঁরাও পেলেন দেশীয় প্রকল্পের সুবিধা। বহরমপুর পৌরসভার এই অভিনব কৌশল নিঃসন্দেহে সুধীজন সমাজের প্রশংসার দাবি রাখে। উল্লেখ্য ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষেরা সামাজিক স্বীকৃতির জন্য প্রাণপণ লড়াই করছেন সেটা আমরা অনেকেই জানি। তাঁদের দুঃখ-কষ্ট, তাঁদের চাহিদা, তাঁদের আশা-আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই সিনেমা গুলি যেমন বাণিজ্যিক সাফল্য পেয়েছে তেমন তৃতীয় লিঙ্গ মানুষদের সম্পর্কে ভুল ধারণা দূর করে শিক্ষার আলোতে এনে তাঁদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়ার একটা প্রয়াস বা জনচেতনা লক্ষ্য করা গিয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা আমরা সবাই জানি, জানি অধ্যাপিকা ও অধ্যক্ষা মানবী বন্দ্যোপাধ্যায়ের কথা। লিঙ্গ বিষয়টি কোনো বাধা হতে পারে না – মূল বিষয় হলো মেধা। মেধার কাছে জাতপাত, লিঙ্গভেদ যে হার মানছে এটা আশার বাণী – এটাই তো স্বাভাবিক। সমাজের প্রতিটি কোণে এইভাবেই বারেবারে উচ্চারিত হোক মানবতার জয়গান। তৃতীয় লিঙ্গের মানুষের কাছে বহরমপুর শহরে তাঁদের এই সাফল্য সত্যিই তাঁদের লড়াই ও মানবতাকে স্বীকৃতি দিল, শুরু হল নতুন পথ চলা – সে বিষয়ে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না।

– আব্দুল আলীম সেখ
সমাজসেবক ও রাজনৈতিক পর্যবেক্ষক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!