এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘বেইমান’, ‘কুলাঙ্গার’ বললেও দিলুর গড়ে দাড়িয়ে তাঁকে নয়া প্রস্তাব অধীরের, জল্পনা তুঙ্গে!

‘বেইমান’, ‘কুলাঙ্গার’ বললেও দিলুর গড়ে দাড়িয়ে তাঁকে নয়া প্রস্তাব অধীরের, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কিছুদিন আগেই কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম দিলু কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃনমূল কংগ্রেসে। বিধানসভা নির্বাচনের আগে এক বিধায়কের এইভাবে শাসক দলে যোগদান কার্যত অস্বস্তিতে ফেলে দেয় হাত শিবিরকে। কিন্তু এবার সেই আব্দুল রহিম দিলুকেই পুনরায় দলে নিতে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, বুধবার বাদুড়িয়ায় আসেন অধীরবাবু। ‌আর সেখানেই এই বিধায়ক যদি আবার কংগ্রেসে আসেন, তাহলে তার কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বাদুড়িয়ার প্রয়াত বিধায়ক আব্দুল গফফরের ছেলে আব্দুল রহিম দিলু কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। কিন্তু হঠাৎ করেই তার এই তৃনমূলে যোগদান খুব একটা ভালো চোখে নিচ্ছে না প্রদেশ নেতৃত্ব। সম্প্রতি তৃনমূলে যোগ দেওয়ার পরেই বেইমান, কুলাঙ্গার বলে কটাক্ষ করেন আব্দুর রহিম দিলু। কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে এই বিধায়ক তৃনমূলে যোগ দেওয়ার পরেও কেন তাকে আবার দলে ফেরার আহ্বান জানালেন অধীর চৌধুরী! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন বাদুড়িয়ায় একটি মিছিল এবং সভা করার সিদ্ধান্ত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর সেসব দেখে অধীর চৌধুরী বলেন, “ঘরের ছেলে না থাকলে কি হবে! এখানে উপচে পড়া ভিড় আমাকে হতবাক করেছে। মনে রাখতে হবে কর্মীরাই কিন্তু নেতা তৈরি করেন। ছোট ভাইয়ের মত ভালবাসতাম বলে দিলুকে বাদুড়িয়ায় প্রার্থী করেছিলাম। তৃণমূলে যখন সূর্য উঠছে, সেই সময় তৃণমূলের সূর্যের উদয় ঘটাতে দিলু চললেন তৃনমূলে। এখানে গফফরের পীঠস্থানে দুশমনদের সঙ্গে হাত মেলালো। বাদুড়িয়ার মানুষকে বাদ দিয়ে দিদির উপরে ভরসা করল। মনে রাখতে হবে, দিদি কেবল তার ভাইপোকে নির্বাচনে বাঁচানোর জন্য আছেন। দিলুকে ব্যবহার করে ফেলে দেবেন। এখনও সময় আছে। বাদুড়িয়ার মানুষের কাছে ক্ষমা চেয়ে কংগ্রেসের ফিরে আসুন। কংগ্রেস আপনাকে গ্রহন করবে।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এমনিতেই অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। তার মধ্যে তাদের দলের এই বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদান সেই কংগ্রেস নেতৃত্বকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে সেই বাদুড়িয়ায় সেখানকার বিধায়কের যোগদান নিয়ে মুখ খুলে তাকে আবার কংগ্রেসের ফিরে আসার আহ্বান জানাতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে একদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই তৈরি হয়েছে। সেদিক থেকে বাম এবং কংগ্রেস কিছুটা হলেও পিছনের সারিতে। কিন্তু এই দুই রাজনৈতিক দল জোট করে তৃণমূল এবং বিজেপিকে চাপে রাখতে পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে। তাই সেই অবস্থানে দাঁড়িয়ে বিধায়ক দলবদল করার সাথে সাথেই সেই এলাকায় গিয়ে তাকে যাতে আবার নিজেদের দলে ফিরিয়ে আনা যায়, তার জন্য আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

স্বাভাবিকভাবেই অধীরবাবুর এই উদ্যোগে কার্যত পরিষ্কার যে, তারা বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে উদ্যত হয়েছে। তাই দলের বিধায়ক অন্য দলে গিয়ে নাম লেখানোর সাথে সাথেই তার খাসতালুকে এসে তাকে আবার ফিরে আসার আহবান জানানো হল। সব মিলিয়ে আব্দুর রহিম দিলু অধীর রঞ্জন চৌধুরীর এই আহ্বানে সাড়া দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!