এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেকায়দায় তৃণমূল, তাও পিকের চিন্তায় অন্য কিছু? ক্ষুব্ধ মমতা কি দূরত্ব বাড়াচ্ছেন? জল্পনা চরমে

বেকায়দায় তৃণমূল, তাও পিকের চিন্তায় অন্য কিছু? ক্ষুব্ধ মমতা কি দূরত্ব বাড়াচ্ছেন? জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2019 এর লোকসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরের কাছে বেশ কয়েক কদম পিছিয়ে যায় তৃণমূল শিবির। রাজ্যের বহু জায়গা থেকে সেসময় ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঘাসফুল দুর্গ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেখা যায়, বহুলাংশে তৃণমূল নেতাকর্মী বিজেপি শিবিরে যোগদান করছেন। অবস্থা বেগতিক দেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের এবং তাঁকে দায়িত্ব দেন 2021 এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার।

অন্যদিকে প্রশান্ত কিশোর এ রাজ্যের দায়িত্ব পাওয়ার পর তৃণমূল শিবিরের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। ‘দিদিকে বল’ দিয়ে প্রশান্ত কিশোরের যাত্রা শুরু হয় এ রাজ্যে এবং ‘দিদিকে বল’ এ রাজ্যে আশানুরূপ ফল করেছে বলে মত বিশেষজ্ঞদের। এরপর রাজ্যের উপনির্বাচনে দেখা যায় তৃণমূল শিবির আবার ব্যাপকভাবে ফিরে এসেছে রাজনৈতিক ময়দানে। এই পরিস্থিতিতে এবার কিন্তু অন্য খবর উঠে এসেছে। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা।

তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রশান্ত কিশোরের। জল্পনা ছড়ানোর কারণ ? জানা গেছে, এবারের একুশে জুলাই এর শহীদ দিবস পালনে প্রশান্ত কিশোরের বা তাঁর সংস্থার কোন ভূমিকা থাকছেনা। আর তা থেকেই প্রশান্ত কিশোর এবং তৃণমূল নেত্রীর দূরত্বের কথা সর্বাগ্রে উঠে আসছে। সম্প্রতি গত মার্চে বিধানসভা নির্বাচন হেতু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অনুষ্ঠান হয়েছিল। যেখানে রীতিমত নতুনরুপে আমন্ত্রণপত্র বানিয়ে চমকে দিয়েছিল প্রশান্ত কিশোরের টিম। মুখ্যমন্ত্রীও খুশী হয়েছিলেন বলে খবর।

অন্যদিকে প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর তাঁর পরামর্শে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে মুখ খোলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য বিতর্ক শুরু হলে সে ব্যাপারে রাশ টানেন প্রশান্ত কিশোর স্বয়ং। আর তারপর থেকেই দূরত্ব ক্রমশ বাড়তে থাকে বলে মত দলের অন্দরের অনেকেরই। সূত্রের খবর, করোনা ভাইরাসের সংক্রমণে বাংলার পরিস্থিতি ও লকডাউনে প্রশান্ত কিশোরের ভূমিকা কোনোভাবেই খুশি করতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরেকটি সূত্রের খবর, বর্তমানে প্রশান্ত কিশোর তামিলনাড়ুর ডিএমকে পার্টি এবং বিহারের ওপর নজর দিয়েছেন বেশি। প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে বলে জানা যাচ্ছে। আর সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঘুরিয়ে নিয়েছেন প্রশান্ত কিশোরের তরফ থেকে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা সত্ত্বেও যখন তৃণমূল বিপাকে পড়ছে তখন প্রশান্ত কিশোর পেশাদারিত্ব এড়িয়ে গেলেন কিভাবে?

তাই এবার দেখা যাচ্ছে, নিজের মতন করে আবারও প্রশান্ত কিশোরকে ছাড়াই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্নভাবে রাজ্যের মানুষের সাথে জনসংযোগ করছেন তিনি বলে খবর। আপাতত রাজনৈতিক মহলের একাংশের মত, প্রশান্ত কিশোরের এখন রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ রাখা ছাড়া আর কিছু করার নেই। ইতিমধ্যেই জানা গেছে ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি নিয়ে প্রশান্ত কিশোরের সংস্থা ধীরে ধীরে এগিয়ে চলেছে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল নেত্রীর দূরত্ব তৈরি হওয়ার খবর যদি সত্যি হয় তাহলে বর্তমান রাজনৈতিক আবহে বিরোধীদের কাছে তা একটি সুখবর বলেই বিবেচিত হবে। 2021 এর বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। সে ক্ষেত্রে প্রশান্ত কিশোরের সুকৌশলী পরামর্শ মেনে আগামী দিনের যুদ্ধে নামা অত্যন্ত প্রয়োজন রাজ্যের শাসক দলের বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।  আপাতত প্রশান্ত কিশোর এবং তৃণমূল নেত্রীর এই বরফ কঠিন দূরত্ব কতদিন স্থায়ী হয় সেদিকেই এখন লক্ষ্য রাখছে সবাই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!