এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বেলাগাম দুর্নীতির প্রতিবাদ করায় জুটল সাসপেনশনের চিঠি, তীব্র বিতর্ক বিশ্বভারতীতে

বেলাগাম দুর্নীতির প্রতিবাদ করায় জুটল সাসপেনশনের চিঠি, তীব্র বিতর্ক বিশ্বভারতীতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বিশ্বভারতীতে শুরু হয়েছে জোরদার বিতর্ক। রাজনীতিতে দুর্নীতি নিয়ে যদি কেউ মুখ খোলে, তাহলে তাঁকে শাস্তির খাঁড়ার মুখে পড়তেই হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ে মুখ খোলার শাস্তি হিসেবে সাসপেনশন অর্ডার হাতে ধরিয়ে দেওয়া কার্যত দেখা যায়না। আর সেরকমই এবার দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন বিশ্বভারতীতে। সূত্রের খবর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম এবং বেলাগাম দুর্নীতি নিয়ে মুখ খোলার মাশুল দিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অতিপরিচিত অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। বহুবার তিনি বিশ্বভারতীর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

এমনকি তিনি একাধিকবার বিশ্বভারতীর দুর্নীতি নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে। তাই নিয়ে তখন কমবেশি বিতর্ক হলেও সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ নিয়োগ নিয়ে যেভাবে মুখ খোলেন সুদীপ্তবাবু, তা যথেষ্ট অস্বস্তিজনক পরিস্থিতি তৈরী করেছে আর তাই তাঁকে সাসপেন্ড করা হলো বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিশ্বভারতীর সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্মসমিতি বৈঠকে বসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, নিয়ামক কমিটির সদস্য দুলাল চন্দ্র ঘোষ, মঞ্জুমোহন মুখোপাধ্যায়, বোধিরূপা সিনহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এদিন দুটি বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।

একটি হল অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশন অর্ডার এবং অন্যটি হলো আরেক অধ্যাপিকা সুতপা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষরূপে নিয়োগ করা হয় কর্মসমিতির সদস্য বোধিরূপা সিনহাকে। আর তাই নিয়েই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য প্রশ্ন তোলেন। তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যপাল এবং বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিয়েছিলেন। অন্যদিকে বিশ্বভারতীর পক্ষ থেকে তাঁর সাসপেনশন লেটারে জানানো হয়েছে, সুদীপ্ত ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর বিরুদ্ধে সম্মানহানিকর এবং মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে তা প্রচার করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত এই বিষয়টি শিক্ষা সমিতিতে ওঠা মাত্রই অধ্যাপকদের অনেকেই সুদীপ্ত ভট্টাচার্য এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর তাই সুদীপ্ত ভট্টাচার্য কে সাসপেন্ড করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সুদীপ্ত ভট্টাচার্যের বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যেই বিশ্বভারতী পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। যদিও আগেই বিশ্বভারতীর একাংশ সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রত্যেকেরই এক কথা- অভিযোগ খতিয়ে না দেখে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে কেন সাসপেন্ড করা হলো? যদিও এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার।

অন্যদিকে মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সুতপা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করার পর এদিনের বৈঠকে তাঁর বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন হলো বিশ্বভারতীর পক্ষ থেকে। এই তদন্ত কমিটির রিপোর্টের ওপর নির্ভর করবে আগামী দিনে অধ্যাপিকা সুতপা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে বিশ্বভারতীর সাসপেনশনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই এর পেছনে রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। প্রশ্ন উঠছে, সুদীপ্ত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি সহ বিভিন্ন মহলে চিঠি দেওয়ার কারণেই কি তাকে সরে দাঁড়াতে হলো? যদিও এই উত্তর এখনও অধরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!