এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বেলাগাম তথাগত, অস্বস্তির মাঝেই বড় বার্তা দিলীপের! কড়া পদক্ষেপের জল্পনা!

বেলাগাম তথাগত, অস্বস্তির মাঝেই বড় বার্তা দিলীপের! কড়া পদক্ষেপের জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের জায়গা দখল করার পর থেকেই কেন তারা ক্ষমতা দখল করতে পারল না, তা নিয়ে দলের ভেতরে এবং বাইরে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে তথাগত রায়কে। পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে মাঝেমধ্যেই নিশানা করেছেন তিনি। আর সদ্য সমাপ্ত রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ব্যাপক ভরাডুবি হওয়ার পর ফের প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে তথাগতবাবুকে।

যেখানে একের পর এক মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, দল ঠিক মত সবকিছু পরিকল্পনা করে রাজনৈতিক কার্যকলাপ করেনি। পাশাপাশি তার নিশানায় ছিলেন সেই দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয়। আর এই পরিস্থিতিতে যেভাবে তথাগত রায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তাতে কি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি! যখন এই গোটা বিষয়টি নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই এই বিষয়ে মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের পক্ষ থেকে তথাগত রায়ের এই বেলাগাম মন্তব্য নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “এটা দেখার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আছেন। তারাই যা বলার বলবেন।” স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যের পর নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, দিলীপ ঘোষ এখন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি। তিনিও তো কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেই পড়েন।

তাহলে তার বিরুদ্ধে যেভাবে একের পর এক বেলাগাম মন্তব্য করতে শুরু করেছেন তথাগতবাবু, তাতে কি তিনি ক্ষিপ্ত? তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, একথা বলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিতে চাইলেন যে, তথাগত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দিন চলে এসেছে! ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!