এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেলেঘাটা বিস্ফোরণের প্রতিবাদে লকেটের ইঙ্গিতবাহী প্রশ্ন, ক্লাবগুলোকে পুজোয় ৫০ হাজার কেন?

বেলেঘাটা বিস্ফোরণের প্রতিবাদে লকেটের ইঙ্গিতবাহী প্রশ্ন, ক্লাবগুলোকে পুজোয় ৫০ হাজার কেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতার বুকেই এবার আতঙ্ক জাগিয়ে তীব্র বিস্ফোরণ। সাতসকালে প্রবল বিস্ফোরণে উড়ে গেল বেলেঘাটা এলাকার একটি ক্লাবের ছাদ। বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। বিস্ফোরণকাণ্ডে তদন্ত করতে ইতিমধ্যেই পুলিশ ও ফরেনসিক ডিপার্টমেন্টের তদন্তকারী দল এলাকায় উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল সাড়ে ছটা নাগাদ বেলেঘাটা গান্ধী ভবন সংলগ্ন এলাকার একটি ক্লাবে তীব্র বিস্ফোরণ ঘটে। আওয়াজের তীব্রতায় একটি ক্লাবের ছাদ উড়ে গেছে।

শুধু তাই নয়, আশে পাশের বাড়িগুলিতেও ফাটল দেখা দিয়েছে। এলাকায় পুলিশ ও ডগ স্কোয়াড পৌঁছিয়ে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ চালায়। বম্ব স্কোয়াড থেকেও বাহিনী আসে। অন্যদিকে পুলিশের কাছে ক্লাবের ছেলেরা দাবি করে, বাইরে থেকে কেউ এসে বোমা মেরে গেছে। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, বাইরে থেকে নয়- ক্লাবের মধ্যেই বোমা তৈরীর সরঞ্জাম মজুদ ছিল প্রচুর পরিমাণে। সেগুলিই ফেটে যায়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্প্লিন্টার পাওয়া গেছে বলে জানা গেছে।

একইসঙ্গে ফরেনসিকের হাতে লেগেছে সালফার ও অ্যামোনিয়ামের নমুনা। যদিও কি কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে এখনও পর্যন্ত কেউ সঠিক কোন তথ্য দিতে পারছে না। অন্যদিকে বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শাসক দলকে দায়ী করে বক্তব্য রাখতে শুরু করেছে গেরুয়া শিবির। এদিন বিজেপির পক্ষ থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি শিবাজী সিংহ রায় ও রাজ্য কমিটির সদস্য গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বিস্ফোরণস্থলের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তা নিয়ে একটু সাময়িক উত্তেজনা ছড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ঘটনাস্থলে না গিয়েই রাস্তার ওপর দাঁড়িয়েই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, বেলেঘাটা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে। বরাবর বেলেঘাটায় বোমাবাজি করেই নির্বাচন জিতে এসেছে শাসকদল বলে তিনি অভিযোগ করেন। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, ক্লাবগুলোতে পুজো উপলক্ষে 50000 টাকা কেন দেওয়া হচ্ছে? একই সাথে বিজেপি সাংসদ বেলেঘাটার বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে যাওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা।

বেলেঘাটা থানার আধিকারিকরা এখনো পর্যন্ত বিস্ফোরণ কিভাবে হয়েছে তা নিয়ে কোনো সদুত্তর দেননি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ফরেনসিক তদন্তের রিপোর্ট না পেলে এখনো স্পষ্ট করে কিছু বলা যাবে না।। অন্যদিকে কিছু বিষয় ঘিরে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ড নিয়ে গেরুয়া শিবির এবার তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হবার তোড়জোড় শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!