এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আবারো বড়সড় চমক! তাঁর অনুপ্রেরণায় বেলেঘাটাতে তৈরী হবে ইতিহাস?

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আবারো বড়সড় চমক! তাঁর অনুপ্রেরণায় বেলেঘাটাতে তৈরী হবে ইতিহাস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের অন্যান্য কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনার সংগ্রমন দিন দিন বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, ৭৫ হাজারেরও বেশি মানুষ, আর করোনায় প্রাণ হারিয়েছেন ১৬০০ এর বেশি মানুষ। তবে রাজ্যের করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যকে করোনা মুক্ত করার আন্তরিক প্রয়াস অব্যাহত রেখেছেন, সেব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত সেফহোমে প্রকল্পটি আইসিএমআর -এর উচ্চ প্রশংসা পেয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশই কলকাতার বেলেঘাটায় নির্মিত হতে চলেছে ভারতের একমাত্র কোভিড গবেষণা কেন্দ্র। সংবাদসূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলেঘাটা আইডি হাসপাতালকে রাজ্যের তথা দেশের প্রথম কোভিড গবেষণা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, বেলেঘাটা আইডি হাসপাতালকে কোভিড চিকিৎসা সংক্রান্ত গবেষণার উৎকর্ষক্ষেত্র বা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি করোনা হাসপাতাল বা স্বাস্থকেন্দ্রের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল এখানথেকেই নির্ধারণ করা হবে আর সেই সঙ্গেই ছবি এখানে কোভিড এর চিকিৎসা। এখান থেকেই গৃহীত হবে রাজ্যের করোনা চিকিৎসার সমস্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল অর্থাৎ রবিবারে বেলেঘাটার এই নির্মিয়মান কোভিড চিকিৎসার উৎকর্ষকেন্দ্র প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেছেন, “দেশের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসাবে বেলেঘাটা আইডি হাসপাতালকে গড়ে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। আইসিএমআর-কে আবেদন করা হয়েছে। সবুজ সংকেত পেলেই পুরোদমে কাজ শুরু হবে।” কোভিড চিকিৎসার উৎকর্ষকেন্দ্র নির্মাণে দেশীয় বিশেষজ্ঞদের কাছ থেকে তো বটেই, পরামর্শ গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের কাছ থেকেও।

এবিষয়ে দিল্লির এইমস, পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করা হয়েছে ।রাজ্যের স্বাস্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোভিড গবেষণাক্ষেত্র নির্মাণ সংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহেই বেলেঘাটা আইডির চিকিৎসক ও মুখ্যকর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। এই বৈঠকে নাইসেডকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত বৈঠকের সবিস্তার প্রতিবেদন পাঠানো হবে আইসিএমআর এর নিকট। কোভিড চিকিৎসার উৎকর্ষকেন্দ্র নির্মাণের কাজে দ্রুততা আনতে একটি মনিটরিং রুমও গড়ে তোলা হয়েছে স্বাস্থ দপ্তরের পক্ষ থেকে।

এই মনিটরিং কমিটির জনৈক সদস্য ডাক্তার কৌশিক চৌধুরী প্রস্তাবিত এই কোভিড গবেষণা কেন্দ্র ও হাসপাতাল সম্পর্কে জানিয়েছেন, “হাসপাতালে পাঁচশো বেড। যার মধ্যে কোভিডের জন্য বরাদ্দ ১১৫টি। পুরোদস্তুর কোভিড চিকিৎসা শুরু হলে বেড বাড়াতে হবে। বাড়বে মাইক্রোবায়োলজিস্ট, প্যাথলজিস্টের সংখ্যা। বিভিন্ন বয়সের কোভিড-রোগীর তথ্য সংগ্রহ ও গবেষণা করে অন্য হাসপাতালকে গাইড করবে বেলেঘাটা আইডি।” রাজ্যের এই নব নির্মীয়মান কোভিড গবেষণা ক্ষেত্র ও হাসপাতালের কাজে উৎকর্ষতা আনতে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রের কোভিড বিশেষজ্ঞদের এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, বেলেঘাটা আইডি হাসপাতালে বর্তমানে করোনা ছাড়াও জলাতঙ্ক সহ সমস্ত সংক্রামক রোগের চিকিৎসা করা হয়। তাই এই হাসপাতালটিকে কোভিড গবেষণা কেন্দ্রে রূপান্তর করলে অন্যান্য সংক্রামক রোগগ্রস্থরা পরিষেবা থেকে বঞ্চিত হবেন। একারণেই অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসার জন্য অন্য কোন সরকারি হাসপাতালকে বেলেঘাটা আইডি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করছে রাজ্যের স্বাস্থ দপ্তর। আর আইডি হাসপাতালে অন্য হাসপাতালের সঙ্গে সংযুক্তিকরণ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ সচিব জানিয়েছেন, “বেহালার বিদ্যাসাগর ও আরেকটি হাসপাতালের কথা ভাবা হছে। সবটাই আলোচনা করে ঠিক হবে। অতিমারী বিশেষজ্ঞ ডা. স্বরূপ সরকারের পরামর্শ মেনেই এই পদক্ষেপ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!