এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেনামী প্রচুর সম্পত্তি, নির্বাচনের আগে অনুব্রতকে আয়কর নোটিশ!

বেনামী প্রচুর সম্পত্তি, নির্বাচনের আগে অনুব্রতকে আয়কর নোটিশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সপ্তম দফার নির্বাচনের আগে এবার প্রবল অস্বস্তির মুখে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে আয়কর দপ্তরের পক্ষ থেকে তাকে পাঠানো হল নোটিশ। যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তুত, নির্বাচনের সময় এমনিতেই খবরের শিরোনামে থাকেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পেয়েছিলেন তিনি। আর এবার তার জেলায় নির্বাচনের আগে আয়কর দপ্তরের পক্ষ থেকে আয়, ব্যয় এবং সম্পত্তি সংক্রান্ত নথি তলব করার জন্য পাঠানো হয়েছে নোটিশ।

বিশেষ সূত্র মারফত খবর, বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই অনুব্রত মণ্ডল। তার কাছে প্রচুর পরিমাণ টাকা রয়েছে। কিছুদিন আগে এমনই অভিযোগ জমা পড়েছিল আয়কর দপ্তরে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে এবার নোটিশ পাঠানো হল। তবে শুধু অনুব্রত মণ্ডল নয়, তার চার আত্মীয়কেও এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার জেরে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অনেকটাই চাপের মুখে পড়ে গেলেন। তার দাপটে বীরভূম জেলায় বাঘে-গরুতে এক ঘাটে জল খায় বলে দাবি করে বিরোধীরা। এমনকি নির্বাচনের সময় অনুব্রত মণ্ডলের ধমক-চমকের কারণে অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

তবে এবার সেই অনুব্রত মণ্ডলকে নির্বাচনের আগে আয়কর দপ্তরের পক্ষ থেকে বেনামী প্রচুর সম্পত্তির কারনে নোটিশ দেওয়ায় কার্যত অস্বস্তি বাড়তে শুরু করল ঘাসফুল শিবিরের। এখন আয়কর দপ্তরের নোটিশের পরিপ্রেক্ষিতে অনুব্রত মন্ডলের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!