এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বাংলার চতুর্থ দফা – বিকেল ৫ টা পর্যন্ত ৮ কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল জেনে নিন

বাংলার চতুর্থ দফা – বিকেল ৫ টা পর্যন্ত ৮ কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল জেনে নিন


আজ সারা দেশের সঙ্গে বাংলাতেও হচ্ছে চতুর্থ দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গের গন্ডি ছাড়িয়ে আজই দক্ষিণবঙ্গে শুরু হল ভোটগ্রহণ। মোট পাঁচ জেলার ৮ কেন্দ্রে আজ ভোটগ্রহণ – ভাগ্যপরীক্ষা হতে চলেছে – অধীর চৌধুরী, অপূর্ব সরকার, মহুয়া মৈত্র, সুনীল মন্ডল, এস এস আহলুওয়ালিয়া, মমতাজ সঙ্ঘমিত্রা, বাবুল সুপ্রিয়, মুনমুন সেন, শতাব্দী রায়ের মত একঝাঁক হেভিওয়েটের। পর্দার আড়ালে অগ্নিপরীক্ষা – শুভেন্দু অধিকারী, অনুব্রত মন্ডল, মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারির মত একঝাঁক শীর্ষনেতার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ভোটগ্রহনে পর্বে দফায় দফায় কত ভোট পড়ল সেই খবর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে নিয়ে আসবে প্রিয় বন্ধু বাংলা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫ টা পর্যন্ত ৮ লোকসভায় মোট ভোট পড়েছে –

১. বহরমপুর – ৭৬.১৬%
২. কৃষ্ণনগর – ৭৬.৫৫%
৩. রানাঘাট – ৭৮.৩৩%
৪. বর্ধমান-পূর্ব – ৭৬.৯২%
৫. বর্ধমান-দুর্গাপুর – ৭৫.৩১%
৬. আসানসোল – ৭৩.৬৪%
৭. বোলপুর – ৭৭.৯৫%
৮. বীরভূম – ৭৬.৬৯%
৯. কৃষ্ণগঞ্জ (বিধানসভা উপনির্বাচন) – ৭৯.৫৯%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!