এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শেষ দফার ভোটযুদ্ধ লাইভ – কি ঘটল সকাল ১০:৩০ টা পর্যন্ত? দেখে নিন একনজরে

শেষ দফার ভোটযুদ্ধ লাইভ – কি ঘটল সকাল ১০:৩০ টা পর্যন্ত? দেখে নিন একনজরে


আজ সারা দেশের সঙ্গে বাংলাতেও শেষ হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট হচ্ছে কলকাতা ও সংলগ্ন ৯ হেভিওয়েট কেন্দ্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ফুয়াদ হালিম, অনুপম হাজরা সহ একঝাঁক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ।

একইসঙ্গে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন – যেখানে ভাগ্যপরীক্ষা হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, মদন মিত্র বা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের মত হেভিওয়েটদের। আর তাই, একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত কোথায় কি ঘটল তার লাইভ আপডেট –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# ডায়মন্ড হারবারে নূরপুরে অশান্তি ছড়ানোর অভিযোগে মহিলাকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু
# অশান্তির ছবি বিধানসভা উপনির্বাচনেও – বিজেপি সমর্থিত জিএনএলএফ প্রার্থী নীরজ জিব্বার বিরুদ্ধে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী বিনয় তামাংয়ের এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ
# যাদবপুরে ‘গান্ধীগিরি’ তৃণমূলের, ক্যাম্প অফিস থেকে ভোটারদের গোলাপ বিতরণ
# দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় ভোট দিতে গেলে তাঁর কাছে ভোটার কার্ড দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তৃণমূল প্রার্থী দেখাতে অস্বীকার করলে তীব্র বচসা শুরু
# হিংসার কবলমুক্ত নয় বাংলার শেষ দফার নির্বাচনও – মথুরাপুরের রায়দিঘির সাতদিঘি এলাকায় বোমাবাজি ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ

# খোদ কলকাতার একাধিক বুথে বিরোধী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
# তৃণমূলের বর্তমান অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে জানালেন তৃণমূল ৪২ এ ৪২ ই পাবে
# সকাল ৯ টা পর্যন্ত কমিশনে জমা পড়া ১৪ টি অভিযোগের মধ্যে ৪ টিই ভাঙড় থেকে
# ভয় দেখানোর অভিযোগ উড়িয়ে তৃণমূল আরাবুল ইসলামের দাবি বিরোধী এজেন্টদের বা ভোটারদের কোনো হুমকি দেওয়া হয় নি, মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে
# ভাঙড়ে ‘কাজ শুরু’ আরাবুল-বাহিনীর বলে বিরোধীদের অভিযোগ, গতকাল রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকির ফলে বুথমুখো হচ্ছেন না ভোটাররা, খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী

# বেলগাছিয়ায় সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
# উত্তর কলকাতায় বেশকিছু বুথে সিপিএম এজেন্টদের বসতে না-দেওয়ার অভিযোগে বেলগাছিয়ায় রাস্তায় বসে পড়লেন সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ
# জয়নগরের জলাবেড়িয়ার ৬০ ও ৬১ নং বুথে বুজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
# ভোট শুরুর আগেই উত্তপ্ত নিউটাউন, বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
# ভোট গ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!