এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফান বিধ্বস্ত বাংলায় নতুন করে আতঙ্ক বাড়াল করোনা, বাড়লো মৃত ও আক্রান্তের সংখ্যা

আমফান বিধ্বস্ত বাংলায় নতুন করে আতঙ্ক বাড়াল করোনা, বাড়লো মৃত ও আক্রান্তের সংখ্যা


কোরোনার থাবা তো ছিলই, যাকে প্রতিহত করতে মানুষজন বাড়ি থেকে বাইরে বের হচ্ছিলোনা, চলছিল লকডাউন। কিন্তু আমফানের কারণে লন্ডভন্ড হয়েছে বাংলা। বাঁচার তাগিদের বের হতে হয়েছে বাড়ি থেকে। জেলায় জেলায় বিভিন্ন ত্রাণ শিবিরে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য মানুষ। ত্রাণ বিলিকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভভ হচ্ছে না অধিকাংশ এলাকাতেই। ফলে সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন করা যায়নি। আর এতেই নতুন করে কোরোনার বাড়বাড়ন্ত শুরু বাংলায়।

আশঙ্কা আগে থেকেই ছিল , কিন্তু কোনো উপায় ছিল না , আমফান কোরোনার ভয়কে দূরে সরিয়ে জায়গা করে নিয়েছিল। এবার ফের নতুন করে আমফান বিধ্বস্ত বাংলায় উদ্বেগ বাড়াল করোনা সংক্রমণ।জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৫ জন আক্রান্ত হলেন করোনায়। মারা গেলেন আরও ৬ জন। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এক বুলেটিনে এ খবর জানিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারা আরো জানিয়েছে, এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৩২। সক্রিয় আক্রান্ত ১৮৪৬ জন, মৃত্যু বেড়ে হয়েছে ১৯৩। কো-মরবিডিটিতে মারা গিয়েছেন আরও ৭২ জন। সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়ার আগে যেখানে প্রায় রোজ সাড়ে আট হাজার নমুনা পরীক্ষা হত, পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তা গত ২৪ ঘণ্টায় কমে হয়েছে ৫৩৫৫। মোট করোনা পরীক্ষা বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫৫৯। বুলেটিনে আমফানের কারণে করোনা পরীক্ষার সমস্যার কথা উল্লেখও করা হয়েছে।এছাড়া স্বাস্থ্য দপ্তর আরো জানিয়েছে যে, সুপার সাইক্লোনের জন্য পিপিই, মাস্ক এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জামের কোনওটাই এদিন রাজ্যে আসতে পারেনি।

তবে আশার খবর এই যে সংক্রমণের সংখ্যা বাড়লেও সার্বিক ভাবে রাজ্য সহ গোটা দেশেই করোনা ভাইরাসে মৃত্যুর হার অনেকটাই কমেছে।তবে বিশেষজ্ঞদের দাবি ঘুম ছোটাচ্ছে। তাদের মতে, জুন মাসের ২১ থেকে ২৮ তারিখের মধ্যে মারাত্মক হারে করোনা সংক্রমণ হবে ভারতে। আর এই নিয়েই বড়সড় আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!