এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলাকে “পরিবর্তনের দিশা” দেখাতে আজ অমিত শাহের অনলাইনে ভার্চুয়াল সভা! ক্ষোভে ফুঁসছেন মমতা

বাংলাকে “পরিবর্তনের দিশা” দেখাতে আজ অমিত শাহের অনলাইনে ভার্চুয়াল সভা! ক্ষোভে ফুঁসছেন মমতা


করোনা পরিস্থিতির জন্য অনেকদিন ধরেই রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছে সমস্ত রাজনৈতিক দল। তবে পঞ্চম দফার লকডাউন ধীরে ধীরে শিথিল হওয়ার সাথে সাথেই এবার সক্রিয় হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার অনলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের মধ্যে দিয়ে ময়দানে নেমে পড়ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, আজ বেলা 11 টায় দিল্লি থেকে অনলাইনে বাংলার বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর বিজেপির পক্ষ থেকে যখন এই উদ্যোগ নিয়ে আগামী 2021 এর প্রস্তুতি নেওয়া হচ্ছে, ঠিক তখনই বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা এক লক্ষ লক্ষ লোককে নিয়ে ভার্চুয়াল করে কোটি কোটি টাকা খরচ করছে। আমরা কুড়ি জন বিধায়ককে নিয়ে ভিডিও কনফারেন্স করেছি। সেটা আমরা প্রায়ই করি। দুটোর মধ্যে ফারাক রয়েছে। তিন মাসের মধ্যে যারা ভার্চুয়ালের মাধ্যমে ভাষণ দিচ্ছে, তারা কয় বার বেরিয়েছেন!” কিন্তু সামনেই তো তৃণমূলের বিরাট সমাবেশ একুশে জুলাই রয়েছে! বিজেপি তো এদিক থেকে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে অনলাইনে সভা করছে। কিন্তু তৃণমূল এক্ষেত্রে কি করবে!

এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দল একটি সম্মিলিত পরিবার। সেখানে আলোচনা না করে কোনো মন্তব্য করতে পারব না। পরে সিদ্ধান্ত হবে। বিজেপি যা করতে পারে, আমরা সেটা করতে পারি না। এটা খুব খরচসাপেক্ষ। বিজেপি সেই খরচ করতে পারে, আমরা পারি না।” তবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই অনলাইনে সভা নিয়ে কটাক্ষ করলেও, তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর হয়ত জানা নেই, ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে সভা করতে খুব একটা খরচ হয় না। আমাদের কর্মীরা বুদ্ধির জোরে অনলাইনে সভায় ব্যাপক সাফল্য পাচ্ছেন। প্রত্যেক পরিবারকে আবেদন করব, আপনারা শুনুন। কারণ যে সব সমস্যা ষাট সত্তর বছরে কেউ সমাধান করতে পারেনি, অমিত শাহ সেগুলো ছয় সাত মাসে চুটকি বাজিয়ে সমাধান করে ফেলেছেন।” তবে দিলীপ ঘোষ একথা বললেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করলেও, তৃণমূল এবং বিজেপির দুই দলকেই কটাক্ষ করেছে বাম এবং কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “পরিযায়ী শ্রমিকরা কোনো সাহায্য পেলেন না। কিন্তু অমিত শাহ তাদের ধৈর্যের অভাব দেখতে পেলেন। ভার্চুয়াল রিয়েলিটি কোনো সমাধান নয়। বাস্তবে মানুষের সামনে দাঁড়ানোর সাহস নেই। আমরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল এবং বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার থেকে পথে নামব।” একইভাবে এই ব্যাপারে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করেছেন লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও।

এদিন তিনি বলেন, “করোনা এবং লকডাউনের মধ্যে অনলাইন সভার জন্য বিজেপি মোবাইল সেটও বিলি করছে। মুখ্যমন্ত্রীও ভোটের কথা ভেবে তার দলকে নেমে পড়তে বলেছেন। এই সঙ্কটজনক পরিস্থিতিতে দুই দলের কাছে ভোটই প্রধান কথা।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রায় প্রতিটি রাজনৈতিক দলেরই লক্ষ্য, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে ভালো ফল করা। আর সেই কারণেই এবার বিজেপি অনলাইনের এই সভার মাধ্যমে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে ময়দানে নেমে পড়ল। যাকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে তৃণমূল এবং বিজেপি দুই দলকেই কটাক্ষ করে সোরগোল তুলে দিল বাম কংগ্রেস। এখন বিজেপির আজকের এই অনলাইনে ভার্চুয়াল সভায় অমিত শাহ কি বার্তা দেন এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে কতটা ঝড় ওঠে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!