এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা নিয়ে কি সত্যিই চিন্তায়, নাকি রদবদল হবে সংগঠনে, ফের বাংলায় অমিত শাহের সফর ঘিরে জল্পনা

বাংলা নিয়ে কি সত্যিই চিন্তায়, নাকি রদবদল হবে সংগঠনে, ফের বাংলায় অমিত শাহের সফর ঘিরে জল্পনা


আগামী লোকসভায় এই বাংলাই যে তাঁদের পাখির চোখ সেই ব্যাপারে বারেবারে বাংলায় এসে রাজ্য নেতাদের নিজেদের অনুভুতির কথা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এইতো কদিন আগে পুরুলিয়ায় জনসভার পর গত 11 আগষ্ট কোলকাতায় একটি সমাবেশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার ফের তিনি নাকি বঙ্গ সঠরে আসছেন! দলীয় সূত্রের খবর,দুর্গাপুজোর আগেই এই বাংলায় আসতে পারেন অমিত শাহ। তবে যদি তা না হয় তাহলে কালীপুজোর পরে আসতে পারেন তিনি।

আর এখানেই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে যে ঘনঘন বিজেপি সর্বভারতীয় সভাপতির এই বঙ্গ সফরে আসার কারন কি? একাংশের মতে, রাজ্যের তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে কাছে টানতে দশ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি বিজেপিকে মেকী হিন্দু বলেও কটাক্ষ করেছেন। তাই সেই মুখ্যমন্ত্রীকে জবাব দিতে বাংলার প্রিয় শারদোৎসবে এসে সেই পুজো মন্ডপে ধুনুচি নাচ এবং মাতৃবন্দনায় মজবেন অমিত শাহ।

তবে বিজেপির একটি অংশ এই দাবি করলেও অন্য অংশ দলের সর্বভারতীয় সভাপতির এই সফরে বঙ্গ বিজেপির সংগঠনের রদবদল নিয়ে প্রবল চিন্তায় রয়েছে। কেননা, সহবাস কেলেঙ্কারী থেকে এলপিজি দুর্নীতি একের পর এক কান্ডে বঙ্গের বিজেপি নেতাদের নাম জড়ানোর তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাই নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি অটুট রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের মূল টার্গেট এই বাংলায় দলীয় সংগঠনে রদবদল করতে পারেন বিজেপির সর্বভারতীয়সভাপতি অমিত শাহ। সব মিলিয়ে এখন অমিত শাহ ঠিক কবে বাংলায় পা রাখছেন আর পা রাখলেও দলে পরিবর্তন নাকি তৃনমূলকে কটাক্ষ ঠিক কোন লক্ষ্যে এইবার বঙ্গ সফর করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!