এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি ‘নার্স-বিদ্রোহে’ টালমাটাল হতে চলেছে গোটা বাংলা? তীব্র হচ্ছে জল্পনা

এবার কি ‘নার্স-বিদ্রোহে’ টালমাটাল হতে চলেছে গোটা বাংলা? তীব্র হচ্ছে জল্পনা

কোনো স্মারকলিপি নয়, বা এক দুজনের কোনো চিঠি নয়, রাজ্যে স্বাস্থ্য অধিকর্তাকে এবার পৃথক পৃথক ভাবে প্রায় 10 হাজারের মতো চিঠি জমা দিল সেই স্বাস্থ্য দপ্তরেররই ডিরেক্টরেটের অধীনস্থ প্রায় দশ হাজার নার্সেরা। কিন্তু একসাথে প্রায় 10 হাজার জন নার্স কেন এইভাবে তাদের চিঠি দিলেন?

জানা গেছে, রাজ্যের গ্রামীণ এলাকার প্রায় 10 হাজার 356 টি উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে কাজ করা এই নার্সেরা মাতৃমৃত্যু, শিশুমৃত্যু আটকানো, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানো এবং টিকাকরণ কর্মসূচি সফল করার মত ইত্যাদি নানা কাজ করে থাকেন।

দীর্ঘদিন ধরেই তাদের দাবি যে, নার্সিং ক্যাডার হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং গ্রেট থ্রির জায়গায় তাদের গ্রেড টুর স্কেল দিতে হবে। বৃহস্পতিবার প্রায় প্রত্যেকেই নিজের নিজের উপকেন্দ্রের কাজ শেষ করে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে একই বয়ানে লেখা চিঠি নিজের বাড়ির ঠিকানা দিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে পোস্ট করেছেন। আর নার্সদের দাবি আদায়ে এহেন প্রতিবাদ অভিনব হিসেবেই মনে করছেন অনেকে। কেন তারা এই উদ্যোগ নিলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই বিষয়ে নার্সদের রাজ্যওয়ারি সংগঠন ওয়েস্ট বেঙ্গল এএনএম এমপ্লয়িজ সোসাইটির রাজ্য সম্পাদিকা রেখা সাহু বলেন, “2019 সাল থেকেই আমরা এই দাবি জানিয়ে এসেছি। প্রতিবারই বিষয়টি প্রসেসে আছে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু তারপরও কোনো কিছু না হওয়ায় যারা বিভিন্ন এলাকায় কাজ করেন তাদের দাবি প্রতি মুহূর্তে মনে করানোর জন্যই এই চিঠি দেওয়ার কথা ভাবা হয়েছে।

দিনের প্রতিটি কাজের মধ্যে যখনই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা আমাদের এই চিঠিগুলো খুলবেন তখনই তাদের আমাদের দাবির কথা মনে করবে। আর তাই এই উদ্যোগ।” তাহলে কবে এই নার্সদের দাবির বিষয়টি তারা পর্যালোচনা করবেন? এদিন এই ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তীকে ফোন করলে তিনি গোটা বিষয়টি শুনে কিছুক্ষণ হেসে তারপর বলেন, “ওরা আরেকটু ধৈর্য ধরতে পারতেন। নার্সিং ক্যাডারে কিছু জরুরী পরিবর্তন আনা হচ্ছে। ওদের বিষয় নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে।”

সব মিলিয়ে এবার নিজেদের দাবি আদায়ে অভিনব পদ্ধতি অনুসরণ করে একই সাথে 10 হাজার চিঠি দিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তাকে নিজেদের দাবি সম্বলিত বিষয়গুলি ভাবাতে উদ্যোগী নার্সদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!