এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার পাশাপাশি কি ওড়িষাতেও এবার গেরুয়া ঝড় দেখার সম্ভাবনা আছে?

বাংলার পাশাপাশি কি ওড়িষাতেও এবার গেরুয়া ঝড় দেখার সম্ভাবনা আছে?


গোবলয়ের মতো রাজ্যগুলিতে এবারের নির্বাচনে বিজেপিকে খুব একটা সমর্থন দেবে না – এই আশঙ্কায় এবার বাংলা, ওড়িশা মত রাজ্যগুলির দিকে নজর দিতে শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের 42 টি লোকসভা আসন এর মধ্যে 22 টি আসন দখলে টার্গেট নিয়ে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলাকে বাড়তি গুরুত্ব দিয়ে সেখানকার সংগঠনকে বৃদ্ধি করতে বুথ কমিটি তৈরির পরামর্শ দিয়েছে বিজেপি।

পাশাপাশি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য বিজেপির রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর এতে কিছুটা হলেও সুফল মিলেছে। সম্প্রতি বাংলার পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছে গেরুয়া শিবির।

আর পঞ্চায়েতের এই ট্র্যাডিশনকে ধরে রাখতেই এবং আগামী লোকসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটানোর জন্য ইতিমধ্যেই দুদিন ব্যাপী বিজেপির জাতীয় পরিষদের বৈঠক শেষে বঙ্গ নেতৃত্বকে নিয়ে আলাদা করে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।তবে শুধু বাংলা নয়, জাতীয় পরিষদের দুদিনের বৈঠক শেষে ওড়িশা থেকে আসা নেতাদেরও দিল্লিতে থাকার পরামর্শ দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বাংলার পাশাপাশি ওড়িশা বিজেপি নেতৃত্বের সাথেও পৃথকভাবে বৈঠক করেছে কেন্দ্রীয় বিজেপি। আর এখানেই একাংশের মনে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি বাংলার মত এবার ওড়িষাতেও গেরুয়া ঝড় তুলতে চাইছে পদ্ম শিবির? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2014 সালের লোকসভা নির্বাচনে সারাদেশের প্রায় প্রতিটি রাজ্যের কিছু না কিছু সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু এই বাংলা, ওড়িষার মত রাজ্যগুলিতে গুটিকয়েক আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।

কিন্তু এই 5 বছরের মধ্যে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। গো বলয়ের মত রাজ্যগুলিতে ধীরে ধীরে সমর্থন কমেছে কেন্দ্রের বিজেপি সরকারের। আর তাই এবারে 2019 এর লোকসভা ভোটকে উত্তরাতে 2014 তে মুখ ফিরিয়ে নেওয়া বাংলা, ওড়িশার মত রাজ্যগুলির ওপরই ভরসা করছেন কেন্দ্রের মোদি-শাহ জুটি। তবে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সেই চেষ্টা কতটা সফল হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!