এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুধু বাংলা নয় – নির্বাচনের মুখে পড়শী রাজ্যেও সংগঠন মজবুত করতে বিশেষ পরিকল্পনা শাসকদলের

শুধু বাংলা নয় – নির্বাচনের মুখে পড়শী রাজ্যেও সংগঠন মজবুত করতে বিশেষ পরিকল্পনা শাসকদলের

লোকসভা নির্বাচনকে টার্গেট করেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডে মজবুত সংগঠন গড়ে তুলতে নয়া উদ্যোগ নিল জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্য এবং জেলা নেতৃত্বের নির্দেশে পুরুলিয়ার সীমান্তবর্তী ঝাড়খণ্ডে গিয়ে জনসংযোগ বাড়ানোর কাজ করেছেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি।

কীভাবে সপ্তাহের বিশেষ ছুটির দিন ও অবসর সময় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের সঙ্গে বসে তৃণমূলের সংগঠনকে মজবুত করা যায় তার আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ধানবাদ জেলার নিরশা থানার নিরশা,পাঁড়রা,খুশরি
এলাকায় ঘরোয়া বৈঠকের মাধ্যমে প্রাথমিকভাবে সংগঠনের কাজ সম্পন্ন করা হচ্ছে।

এছাড়া আগামী ছুটির দিনগুলোতে ধানবাদ জেলার বাকি থাকা চিরকুণ্ডা, পাতলাবাড়ি,গোবিন্দপুর, কেলিয়াসুতা, দহিবাড়ি, শালুকচাপড়া প্রভৃতি এলাকার মানুষের সঙ্গে সংগঠনের বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে রঘুনাথপুর মহাকুমা তৃণমূল। এরপর এলাকা অনুযায়ী নির্দিষ্ট দিন বেঁধে দিয়ে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই জেলার প্রতিটি এলাকা ধরেই আগামী দিন পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে জেলা কমিটি গঠন করারও সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।

আপাতত তৃণমূলের পক্ষ থেকে ঝাড়খণ্ডের জেলাগুলিতে আলোচনার মাধ্যমে বিজেপি সরকার যে দেশের পক্ষে কতোটা ক্ষতিকারক সেটা বোঝানো হচ্ছে। তাছাড়া পাঁচ রাজ্যের ভোটে বিজেপি কীভাবে ভরাডুবি হয়েছে সেই নমুনাও তুলে ধরে এবারের লোকসভা ভোটে বিজেপি সরকার হটানোর বার্তা দেওয়া হয়েছে।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচি এবং তাঁর রাজনৈতিক জীবনের সংঘর্ষ ও সাফল্যের কথা তুলে ধরা হচ্ছে। বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির বক্তব্য,মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়েই লোকসভা ভোটের জন্য তৃণমূলের সংগঠন মজবুত করার কাজ জোরদার করা হয়েছে। চলছে জনসংযোগ বাড়ানোর কাজও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধানবাদ জেলায় সংগঠনের কাজের সঙ্গে বোকারো জেলাতেও সংগঠন মজবুত করার কাজ চলছে। পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসাই তৃণমূলকে জয়ের পথে এগিয়ে দেবে বলে বিশ্বাস রেখেছেন তিনি।

এদিকে ধানবাদ জেলার বাসিন্দা তথা তৃণমূলকর্মী মুনাই চক্রবর্তী, কেবলকৃষ্ণ রাওয়ানি, নাড়ুগোপাল চক্রবর্তীরা বলেন,গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের অবস্থা পাল্টে গিয়েছে। রাস্তা থেকে শিক্ষা সবদিক থেকেই উন্নয়নের জোয়ারে ভাসছে পশ্চিমবঙ্গ। একটা সময়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসতো,আর এখন ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে পড়াশুনো করতে যায়।

পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা,কন্যাশ্রী,শিক্ষাশ্রী,সবুজশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন তাঁরা। আর সেজন্যে পশ্চিমবঙ্গের মতো ঝাড়খণ্ডেও উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ক্ষমডায় চাইছেন তাঁরা। এ নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথাও হয়েছে। মহিলা সদস্যদের মধ্যে ববিতা চক্রবর্তী, ভবানী চক্রবর্তীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেয়েদের স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। মেয়েরা যাতে আরো উন্নতি করতে পারে তার জন্যে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁরা।

ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের মতো মহিলাদের উন্নয়নের কথা সরকার ভাবে না বলেও জানালেন তাঁরা। পাশাপাশি,ধানবাদ জেলায় ক্ষমতায় থাকা এমসিসি দলের বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,এলাকার ক্ষমতায় থেকে বিধায়ক কোনো কাজ করেনি। আর সেজন্যেই উন্নয়নের স্বার্থে ঝাড়খণ্ডেও তৃণমূল সরকারকে ক্ষমতায় আনতে তৎপর রাজ্যবাসী। কাজেই পশ্চিমবঙ্গের মতো ঝাড়খণ্ডেও যাতে জোড়াফুল ফোটে তার জন্যে চেষ্টায় কোনো খামতি রাখতে চায় না তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!