এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ রাজ্যসভার ভোট, আপাত নিরীহ নির্বাচনেও উত্তেজনার পারদ চড়ছে বাংলায়

আজ রাজ্যসভার ভোট, আপাত নিরীহ নির্বাচনেও উত্তেজনার পারদ চড়ছে বাংলায়

রাজ্যসভা ভোটে বিশেষ মাথা ব্যাথা না থাকলেও বাংলার রাজনীতিতে একটা চাপা উত্তেজনা রয়েই গেছে। এদিন সকাল ৯ তা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভোট দিতে পারবেন ২৯৩ জন বিধায়ক। এর মধ্যে বাংলা থেকে প্রার্থী হিসাবে রয়েছেন তৃণমূলের ৪ জন; নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস ও শান্তনু সেন। কংগ্রেসের প্রার্থী হিসাবে রয়েছেন অভিষেক মনু সিঙ্ঘভি। আর সিপিএম প্রার্থী হিসাবে আছেন, রবিন রবিন দেব। এঁদের প্রত্যেকেরই জয় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গেছে সন্ধ্যার মধ্যে ৫৯ টি রাজ্যসভা আসনের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে সিপিএমের প্রার্থী দেওয়াতে ক্ষোভ উগড়েছে কংগ্রেস। এ বিষয় সিপিএম জানায় তৃণমূল-কংগ্রেস সমঝোতা করছে এবং এদিন রবীনবাবু ক্ষোভের সাথে সিঙ্ঘভির হলনামার অভিযোগ তুলে ধরেন। এদিন সিঙ্ঘভি জানান, ”যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, অর্থহীন এবং মানহানিকর। কমিশনও এই বিষয়ে কিছু জানতে চায়নি।” তবে রাজস্থানের হলফনামায় পেশ করা ভুল বয়সের বিষয়টি মেনে নেন। এদিন বিধানসভার সচিব জয়ন্ত কোলে বলেন, ”বিষয়টি কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের এক্তিয়ারভুক্ত।” এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতির সুযোগ নিয়ে বলেন, ”মনোনয়নপত্র পরীক্ষার পরে অভিযোগের অর্থ হয় না। সিপিএম আগের বার নিজেদের প্রার্থী নিয়ে যা করল, তার পরে এ সব ওদের পক্ষেই সম্ভব!” আসন্ন লোকসভা ভোটে তৃণমূল দলভারি করতে বেশ কৌশলের সাথেই ভোটদান পর্ব চলেছে বলে জানা গেছে। এদিন রাজ্যসভায় ভোট দেওয়ার জন্য বিধায়কের পরিচয় পত্রও তৈরী করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!