বাংলা-আসাম যৌথ বৈঠকের শেষে রাজ্যভাগের জন্য বৃহত্তর আন্দোলনের পথে গ্রেটার উত্তরবঙ্গ রাজ্য August 28, 2018 কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ফের পৃথক রাজ্যের দাবীতে নিম্ন অসম এবং উত্তরবঙ্গ জুড়ে বড়সড় আন্দোলনের পরিকল্পনা করছে। গতকাল কোচবিহারের দেবীবাড়ি এলাকার একটি বাড়িতে গ্রেটারের বাংলা ও অসমে যৌথ কমিটির বৈঠক ছিল। সংগঠনের নয়া কমিটির ২৫ জন সদস্যই বৈঠকে হাজির ছিলেন। এই বৈঠকেই তারা আন্দোলনের পথে নামার শপথ নিয়েছেন। তবে আগে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁদের দাবী জানিয়ে চিঠি পাঠানো হবে। কেন্দ্র থেকে ইতিবাচক সাড়া না পেলে তবেই তাঁরা আন্দোলনের দিকে পা বাড়াবেন। এমনটাই জানা গিয়েছে সংগঠন সূত্রের খবরে। সম্প্রতি গ্রেটার নেতা বংশীবদন বর্মন একাধিক সরকারি পদে রয়েছেন। তিনি এই আন্দোলনের পথ থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছেন। ওদিকে দীর্ঘদিন আত্মগোপন করে আছেন স্বঘোষিত মহারাজা অনন্ত রায়ও। ফলত অনন্ত রায়কে বাদ দিয়েই তৈরি হয়েছে গ্রেটারের নতুন কমিটি। এমতাবস্থায় কর্মী-সমর্থকদের এক ছাতার তলায় আনতে আন্দোলনই একমাত্র পথ বলে মনে করছেন শীর্ষমহল। বংশীবদন বর্মনের গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করা হচ্ছে। এতে আন্দোলন আরো জোরদার হবে বলেই মনে করছেন তারা। এক্ষেত্রে স্মারকলিপি,মিছিল এবং অবরোধের মতো কর্মসূচিও হতে পারে বলে দাবী করা হচ্ছে। তবে কি গ্রেটার আন্দোলনের জেরে ফের কি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। গ্রেটার নেতৃত্বরা প্রসঙ্গে জানিয়েছেন,সবরকম পথেই আন্দোলন হতে পারে। এরজন্য বিভিন্ন স্তরের যে কমিটি গুলো রয়েছে সেগুলিকে সক্রিয় করা হচ্ছে। দিল্লিতে বীর চিলা রায়ের মূর্তি প্রতিষ্ঠা করারও দাবী জানানো হবে কেন্দ্র-এর কাছে। এমনটাই জানালেন গ্রেটার নেতৃত্বরা। ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে তবে গ্রেটার কর্তৃপক্ষের এই পরিকল্পনাকে ঘিরে অনেকেরই সংশয় রয়েছে। তারা কতোটা সাংগঠিক শক্তি বৃদ্ধি করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ প্রসঙ্গে,সংগঠনের নতুন কমিটির সভাপতি কুমার অমিতাভ নারায়ণ বলেন, ‘আমরা দিন কয়েকের মধ্যেই নতুন কমিটির বিষয়টি বিভিন্ন মহলে জানিয়ে দেব। তবে এবার আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’ সংগঠনের লিগ্যাল সেক্রেটারি রবি রায় বীর বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে আমরা পৃথক রাজ্যের দাবির বিষয়টি ফের জানাব। চলতি বছরের মধ্যেই আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করছি।’ গ্রেটারের অপর গোষ্ঠীর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন এ প্রসঙ্গে জানিয়েছেন, যাঁরা এতদিন কোনও আন্দোলনের সঙ্গে যুক্তই ছিলেন না,কোনওদিন জেল খাটেননি তাঁদের সম্পর্কে নতুন করে কোনও মন্তব্য করতে তিনি নিজের অনিচ্ছার কথাই প্রকাশ করলেন এদিন। আপনার মতামত জানান -