এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা নির্বাচনে বাংলার বাইরেও বিজেপির ঘুম ওড়াতে আসরে তৃণমূলের শীর্ষনেতৃত্ব

লোকসভা নির্বাচনে বাংলার বাইরেও বিজেপির ঘুম ওড়াতে আসরে তৃণমূলের শীর্ষনেতৃত্ব

শুধু এ রাজ্যে নয়,বাংলার বাইরেও বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। শিয়রে লোকসভা ভোট। সেদিকে পাখির চোখ করেই প্রচারের উদ্দেশ্যে পড়শি রাজ্য অসমের পথে বাংলার তৃণমূল নেতা-নেত্রীরা। ৫ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন রয়েছে অসমে। তাই ৩ তারিখ পর্যন্ত রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী,সংসদ সদস্যরা দফায় দফায় প্রচারে যাবেন,এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসমের তৃণমূল সংগঠনের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম,তবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আগামী সপ্তাহেই কোলকাতার মেয়র পদে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। সেকারণে অসমের দলীয় প্রচারমূলক কর্মসূচিতে থাকা হবে না তাঁর। তবে দল সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নেবে,এমনটাই এদিন স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ চক্রবর্তী, সিদ্দিকুলা চৌধুরী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, সংসদ সদস্য মমতাবালা ঠাকুর, শতাব্দী রায় প্রমুখ প্রচারে যাচ্ছেন। শীর্ষ নেতৃত্বদের আলাপ-আলোচনার মাধ্যমেই প্রচারকদের সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। এঁরা নিজেদের সময়-সুবিধামতো প্রচার কর্মসূচিতে যোগ দেবেন,এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রের খবরে।

প্রসঙ্গত,বেশ কয়েকমাস ধরেই অশান্ত অসমের পরিস্থিতি। অসমের বিজেপি সরকার এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রায় ৪০ লক্ষ অসমে বসবাসকারীদের উদ্বাস্তু ঘোষণা করে দেয়। এদের মধ্যে বেশিরভাগই বাঙালি,পরিসংখ্যানে এমনটাই উঠে আসে। এরপর থেকে দফায় দফায় অস্তিত্ব সংকটে পড়া অসমের বাঙালিদের অধিকার রক্ষার জন্যে লড়াই করতে পথে নামে তৃণমূল সরকার।

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিজেপি এমন করেছে, এমন অভিযোগেই সরব হয় তৃণমূল। এনআরসির প্রতিবাদ জানাতে ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল অসমে প্রবেশ করার চেষ্টা করলে শিলচর বিমানবন্দরেই রাজ্যপুলিশের হাতে হেনস্তা হতো হয় তাঁদের।

তবুও প্রতিবাদ করা থেকে হটে যায়নি তৃণমূল। দলীয় পর্যবেক্ষক হিসাবে ফিরহাদ হাকিম দফায় দফায় অসম যান সংগঠনকে চাঙ্গা করতে। এরপর গতমাসে অসমের তিনসুকিয়াতে জঙ্গী হামলায় বাঙালীদের গনহত্যা ফের প্রশ্নের মুখে দাঁড় করার বিজেপি সরকারকে। ফের গেরুয়াশিবিরের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় মা মাটি মানুষের সরকারকে। এই প্রেক্ষিতে ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে অসমে কিছু আসনে লড়াই করবে তৃণমূল। অসমের বাঙালিদের জন্য সাহা্য্যের হাত বাড়িয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়,এমনটাই স্পষ্ট বার্তা তৃণমূলের।

বরপেটা এবং কামরূপ জেলার পঞ্চায়েতের কিছু আসনে লড়াই করছে তৃণমূল,জানালেন ফিরহাদ হাকিম। অসমের বাঙালি অধ্যুষিত এলাকাকেই টার্গেট করেছে তৃণমূল। স্বল্প সংখ্যক আসনে প্রার্থী দিলেও পড়শি রাজ্যে তৃণমূলের পরিচিত বাড়ানোর লক্ষ্যই রয়েছে দলনেত্রীর। আর সেই লক্ষ্য পূরণেই পঞ্চায়েত ভোটে দলের উপস্থিতির একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য তো রয়েইছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বাঙালি ভোটগুলো লোকসভা ভোটে কুক্ষিগত করার দিকেই নিশানা করেছে তৃণমূল। এখন থেকেই শুরু করা হয়েছে প্রয়াস যাতে আগামী বছর ভোটের আগেই এই তৃণমূলের সংগঠন বাড়াতে কার্যকর হয়,আর সেই সূত্রেই দল বিজেপি সরকারের ভুল-ত্রুটির প্রেক্ষিতে দফায় দফায় অসমে পাড়ি দিচ্ছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা,এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!