এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় বিজেপি পেতে পারে মাত্র 56 আসন! অপপ্রচারে ক্ষেপে লাল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব!

বাংলায় বিজেপি পেতে পারে মাত্র 56 আসন! অপপ্রচারে ক্ষেপে লাল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এখন প্রধান টার্গেট বাংলা। অন্তত আকার-ইঙ্গিতে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার নেতাকর্মীদের বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে। যার ফলে একটা ইঙ্গিত কার্যত স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি এবার ঢাল তলোয়ার নিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নবান্ন দখলের জন্য ময়দানে নেমে পড়েছে। প্রায় প্রতিনিয়ত কেন্দ্রের পক্ষ থেকে কোনো না কোনো নেতা ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন।

বলা হচ্ছে, বুথস্তরের সংগঠনকে আরও বেশি করে চাঙ্গা করতে হবে। তৃণমূলের বিরুদ্ধে আরও জোরদার লড়াই করতে হবে। আর এই পরিস্থিতিতে যখন বিজেপি নেতারা প্রায় প্রত্যেকেই নিশ্চিত যে, বাংলা থেকে তারা ব্যাপক সংখ্যক আসন পেয়ে 2021 এ ক্ষমতা দখল করবে, ঠিক তখনই একটি খবর অস্থিরতা বাড়িয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। যেখানে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি খুব বেশি হলে বাংলা থেকে 56 টা আসন পেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আসায় এখন তাদের বিরুদ্ধে রীতিমত ক্ষিপ্ত হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই কার্যত নিশ্চিত যে, বাংলায় তৃণমূলের সরকার 2021 এ থাকবে না, সেখানে এরকম খবর কেন প্রকাশ্যে আসছে, তা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করছেন বিজেপির অনেকে। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই এই গোটা বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ যে সমস্ত সংবাদমাধ্যম এবং কিছু মহল এই খবর প্রকাশ করছে তাদের বিরুদ্ধে এখন রীতিমত ক্ষুব্ধ গেরুয়া শিবির।

জানা গেছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি কোনোমতেই মানতে নারাজ। তাদের দাবি, বাংলায় এখন তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। দিনকে দিন ভেঙে পড়ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। যত দিন যাচ্ছে, ততই বিজেপির প্রভাব বাড়ছে বাংলায়। তাই এই অবস্থায় কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু সংবাদমাধ্যম বিজেপিকে খাটো করার জন্য এই চেষ্টা করছে। এতে লাভের লাভ কিছুই হবে না। মানুষ 2021 এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় বসাবেন।

আর বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বক্তব্য থেকেই স্পষ্ট যে, তারা এইরকম কোনো সমীক্ষাকে মান্যতা দিতে নারাজ। তাদের দাবি, আসলে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে কেউ কেউ বিজেপিকে বিপাকে ফেলতে এই ধরনের কুৎসা এবং অপপ্রচার করছে। আর এই পরিস্থিতিতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি সত্যি সত্যিই এইরকম প্রচারে ব্যাপক মাত্রায় ক্ষুব্ধ গেরুয়া শিবির! আর তাই কি শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!