এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রত্যাশা পূরণ হয়নি তবুও বঙ্গ বিজেপি দপ্তরে তুবড়ি ফাটিয়ে জয় উদযাপন, দলের মধ্যেই উঠল প্রশ্ন

প্রত্যাশা পূরণ হয়নি তবুও বঙ্গ বিজেপি দপ্তরে তুবড়ি ফাটিয়ে জয় উদযাপন, দলের মধ্যেই উঠল প্রশ্ন


 

অতীতে অন্যান্য রাজ্যের নির্বাচনী ফলাফলে বিজেপি যদি প্রবল সাফল্য পেতে, তাহলে বঙ্গ বিজেপি দপ্তরের সামনে কখনও গেরুয়া আবির মেখে, আবার কখনও বা পটকা ফাটিয়ে সেই আনন্দ ভাগ করে নিতেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা। হয়তোবা বিজেপির পক্ষে তা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল।

কিন্তু মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভার ফলাফল ঘোষণা যখন চলছে, যখন অত্যন্ত অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির ঠিক তখনই বঙ্গ বিজেপি সদরদপ্তরের সামনে বিজেপির একাংশ তুবড়ি ফাটানোয় চরম অস্বস্তিতে পড়ল বাংলার গেরুয়া শিবিরের নেতৃত্বরা।

বস্তুত, প্রথম থেকেই মহারাষ্ট্র এবং হরিয়ানায় তারা অত্যন্ত গর্বের সঙ্গে সরকার গড়বে বলে দাবি করেছিল বিজেপি। কিন্তু ফলাফল ঘোষণায় দেখা গেছে যে, 200 টি আসন মহারাষ্ট্রে দখল করে সরকারে আসার কথা বলেছিলেন বিজেপি নেতারা, সেই মহারাষ্ট্রে তারা দুশোর অনেক আগেই থমকে গিয়েছে।

পাশাপাশি হরিয়ানাতেও 22 শতাংশের মতো ভোট কমে গিয়েছে বিজেপির। ফলে সেদিক থেকে দুই রাজ্যে বিজেপির ক্ষমতা দখল নিয়ে একাংশ আত্মপ্রত্যয়ী থাকলেও ফল যে গেরুয়া শিবিরের ভালো হয়নি, তা বুঝতে পারছেন নেতৃত্বরা। আর তাইতো এতদিন অন্যান্য রাজ্যে ফলাফল ঘোষণায় বিজেপির ভালো ফলাফল হলে বিজেপির নেতা কর্মীরা যেভাবে তাদের দপ্তরের সামনে সেলিব্রেশনে মাততেন, এদিন সকাল থেকেই কার্যত শুনশান দেখা গেল মুরলীধর লেনকে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তা দেখেই বিশ্লেষকদের একাংশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, দুই রাজ্যের নির্বাচনী ফলাফলে খুব একটা খুশি নয় গেরুয়া শিবির। কিন্তু নেতৃত্ব থেকে অন্যান্য নেতাকর্মীরা ভোটের ফলাফল বুঝে বাংলার বিজেপির সদরদপ্তরের সামনে কোনোরকম উৎসব-আনন্দে না মাতলেও দলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক যেভাবে এই মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচনী ফলাফলের সময় দলের রাজ্য দপ্তরের সামনে তুবড়ি ফাটালেন, তা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে।

এদিন গোটা ঘটনায় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পটকা ফাটানোর কি আছে! আগে নিজের রাজ্যে সরকার হোক, তারপর পটকা ফাটাবেন। অন্য রাজ্যে জিতে পটকা ফাটানো, মিষ্টি খাওয়ানোর আমি বিরোধী। দলে কিছু উৎসাহ লোক থাকে। কিন্তু তাদের বুদ্ধি থাকা উচিত।”

এদিকে দলের অস্বস্তি বাড়িয়ে নারায়নবাবুর নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী, সমর্থক দলের রাজ্য সদর দপ্তরের সামনে হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল নিয়ে সেলিব্রেশনে মাতলেও রাজ্য কমিটি কখনই এর দায় নেবে না বলে জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচনী ফলাফলে বিজেপি সন্তুষ্ট না হলেও বাংলার বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়নবাবুর সেলিব্রেশন এখন রীতিমত অস্বস্তিতে ফেলল গোটা গেরুয়া শিবিরকে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!