এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘খুনি মমতাকে’ চেনাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দরবারে বঙ্গ বিজেপির নেতারা

‘খুনি মমতাকে’ চেনাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দরবারে বঙ্গ বিজেপির নেতারা


আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত ধরে যে সন্ত্রাসের পরিবেশ হয়েছে তা দিল্লির দরবারে টেনে নিয়ে গেল বঙ্গ বিজেপি বলে বিজেপি সূত্রে দাবি। আজ রাজ্যে বিজেপির এক প্রতিনিধিদল প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পরে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন। বিজেপির প্রতিনিধিদলে ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, স্বপন দাশগুপ্ত, কৈলাশ বিজয়বর্গীয় ও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্বে আক্রান্ত বিজেপি নেতা-কর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, রাজনাথ সিং মন দিয়ে সব কথা শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রয়েছে। সব দিক ক্ষতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর কেন্দ্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করতে যায়, উপরাষ্ট্রপতিকেও বাংলার ‘হিংসাত্মক’ পরিস্থিতি বিশদে ব্যাখ্যা করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিজেপি সূত্রে জানা গেছে, এরপর দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে জাতীয়স্তরে তৃণমূলের করা ‘সন্ত্রাস ও হিংসার’ ছবি তুলে ধরবে বিজেপি নেতৃত্ত্ব। এদিকে সূত্রের খবর, দিল্লির যন্তরমন্তরে মনোনয়ন পর্বে ‘শাসকের হাতে আক্রান্ত’ বিজেপি নেতা-কর্মীরা ধর্ণা শুরু করেছেন। সেখানে তাঁদের হাতে ‘খুনি মমতা’ লেখা পোস্টার রয়েছে, সঙ্গে রক্তে রাঙানো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জাতীয়স্তরে এইভাবে ‘খুনি’ তকমা দেওয়ায় রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য-রাজনীতিতে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!