এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের সমালোচনার চাপ বাড়তেই “বাংলার জন্য বিজেপি মারাত্মক” প্রচারের ঝড় তৃণমূলের!

গেরুয়া শিবিরের সমালোচনার চাপ বাড়তেই “বাংলার জন্য বিজেপি মারাত্মক” প্রচারের ঝড় তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনের কারণে অনেকদিন ধরে রাজনৈতিক সভা, সমিতি বন্ধ রয়েছে। তবে সেই লকডাউনের বিষয়কে বেছে নিয়ে করোনা ভাইরাস সহ প্রাকৃতিক বিপর্যয় আমপানের বিষয়ে নানা সময়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। যেখানে সব থেকে বেশি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে বাংলার বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। বিভিন্ন ইস্যুতে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপি ভয়াবহ দুর্যোগকে সামনে রেখে তৃনমূলকে যে কোণঠাসা করে দিতে চাইছে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলের কাছে‌। আর যত দিন যাচ্ছে, তত বিজেপি যখন তৃণমূলকে কোণঠাসা করছে, ঠিক তখনই এবার সেই ব্যাপারে বিজেপিকে কোণঠাসা করতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এবার “হ্যাশট্যাগ বিজেপি ম্যালায়েন্স বেঙ্গল” লিখে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে শুরু করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। যেখানে বাংলার আবেগের কথা তুলে ধরে বাংলার বিরুদ্ধে বিজেপি কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল।

সূত্রের খবর, রবিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই ট্যাগ লাইনকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, দীনেশ ত্রিবেদী এবং ফিরহাদ হাকিমরা‌। তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যেই ছিল যে, বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি কুৎসা, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সম্প্রতি গড়িয়া শাসনের একটি ভিডিও ভাইরাল হতেই বিরোধীদের তরফে তা নিয়ে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সেই প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলের নেতারা। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার বাংলায় মানুষের সেবায় দিনকে রাত করে কাজ করে চলেছে। সেই জায়গায় সংবাদ ছড়িয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি।তবে শুধু বিজেপিকে আক্রমণ করাই নয়, এদিন রাজ্যপালকেও আক্রমণ করতে দেখা যায় তৃণমূল নেতাদের। যেখানে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “রাজভবনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক শাখার অফিসে পরিণত করা হয়েছে। বাংলার করোনা পরিস্থিতি নিয়ে অপপ্রচার করার আগে রাজ্যপাল কেন গুজরাটের বেহাল অবস্থা নিয়ে কিছু বলছেন না!”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সকলে এমনিতেই সোশ্যাল মিডিয়ার ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন। তার মধ্যে করোনা পরিস্থিতির মধ্যে লকডাউনের কারণে মানুষ আরও সেই সোশ্যাল মিডিয়ায় নির্ভরশীল। তাই এই অবস্থায় বিজেপি যখন সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই বাংলার জন্য বিজেপি নয়, একথা তুলে ধরে তৃণমূলের হেভিওয়েট নেতারা সেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির বক্তব্য খণ্ডন করে সাধারণ মানুষকে বিজেপি বিরোধী মনোভাব পোষণ করানোর চেষ্টা করার জন্যই ময়দানে নামছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে শেষ পর্যন্ত এই রাজনৈতিক যুদ্ধে কার জয় হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!