এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাস চললেও গুনতে হবে ৩ গুন বেশি ভাড়া, আমজনতার কপালে চিন্তার ভাজ!

বাস চললেও গুনতে হবে ৩ গুন বেশি ভাড়া, আমজনতার কপালে চিন্তার ভাজ!


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যজুড়ে বাস এবং ট্যাক্সি চালানো হবে বলে জানানো হয়েছে আগে। এর আগে গ্রীন জোনে বেসরকারি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছিল। সে ক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হয়েছে এবং হচ্ছে বলে জানা গেছে। এবার পথে নামছে সরকারি বাস,বেসরকারি বাস এবং মিনিবাসও। তবে তালিকা থেকে বাদ যাবে কন্টাইনমেন্ট জোন। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে যে, সরকারি বাসে ২০ জন করে যাত্রী উঠবেন। কিন্তু এই পর্যন্ত আমজনতা বেশ খুশিই ছিলেন। কিন্তু চিন্তা বাড়ালো অন্য কথায়। সূত্রের খবর অনুযায়ী, বাস চললেও এক্ষেত্রে ভাড়া বাড়ছে ৩ গুণের বেশি। বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ২৫ টাকা, সর্বোচ্চ ৫০ টাকা। প্রতি ২ কিমিতে ৫ টাকা করে ভাড়া বাড়বে। অন্যদিকে মিনিবাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ৩০ টাকা। প্রতি ২ কিমিতে ভাড়া বাড়বে ১০ টাকা করে। জেলার পাশাপাশি কলকাতায় ৪ হাজার বেসরকারি বাস ও ৮০০ মিনিবাস চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে লকডাউনের জেরে রোজকার প্রায় বন্ধ, বিশেষ কারণে বাইরে যেতে গেলে আমজনতাকে গুনতে হবে বেশি ভাড়া। ফলে চিন্তার ভাজ পড়েছে মানুষের কপালে। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে , বাস চলছে বলেই যে সদলবলে সফর করতে হবে তা কিন্তু একেবারেই মানা হবেনা। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়।

সাবধান না হলে অতি অবশ্যই করোনার মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়বে অতি দ্রুত এবং সহজেই। রাজ্য সরকার বাস চালালেও চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারংবার সাধারণ মানুষকে অনুরোধ করছেন ঘরে থাকার জন্য। নাহলে পরিস্থিতি যে আরও গুরুতর হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!