এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের নতুন শিক্ষানীতি কবে চালু হচ্ছে বাংলায়? বড়সড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী

কেন্দ্রের নতুন শিক্ষানীতি কবে চালু হচ্ছে বাংলায়? বড়সড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: – করোনা পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে নয়া শিক্ষানীতির কথা ঘোষণা করা হয়েছে। যার পরেই পশ্চিমবঙ্গ সরকার আদৌ এই শিক্ষা নীতি গ্রহণ করবে কিনা এবং তা কবে বাস্তবায়িত করবে, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বিভিন্ন ইস্যুতে যখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ চরমে উঠেছে, তখন এই শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ অবলম্বন করে, তার দিকে তাকিয়ে ছিলেন সকলে। তবে এবার অবশেষে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের অবস্থানের কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। আর তারপরেই শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই এখনই রাজ্যে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে না।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 34 বছর পর দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে কেন্দ্রের পক্ষ থেকে নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে। তবে কিভাবে তা বাস্তবায়িত করা হবে, তার জন্য এদিন সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর সেখানেই প্রথমে যোগ দিয়ে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি‌। আর তারপরেই বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিনের বৈঠকে তিন মিনিট বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মূলত, নিজের বক্তব্য পেশ করে জাতীয় শিক্ষানীতি নিয়ে তিনটি প্রশ্ন তোলেন তিনি। যেখানে পার্থবাবু জানতে চান, নয়া পরিকাঠামো গড়ে তুলতে অর্থ কোথা থেকে আসবে! দ্বিতীয়ত, এই পদ্ধতিতে রাষ্ট্রের কতটা দায়িত্ব এবং তৃতীয়ত, কেন্দ্রের তরফে কতটা আর্থিক সহযোগিতা পাওয়া যাবে! পাশাপাশি নয়া শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষা এই তালিকায় না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যে এই নতুন শিক্ষানীতি নিয়ে যদি রাজ্য সরকার তৎপরতা অবলম্বন করে, তাহলে নানা প্রশ্ন উঠতে পারে। তাই সেই দিকটিকে মাথায় রেখেই কেন্দ্রের প্রতি একদিকে যেমন বিরোধিতা জিইয়ে রাখল রাজ্য সরকার, ঠিক তেমনই এখন করোনা মহামারীতে আটকানোই সবথেকে প্রধান কাজ রাজ্য সরকারের বলে প্রমাণ করার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলে মত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!