এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আতঙ্কের মাঝে বাংলার ঘুম ওড়াতে পারে 92 হাজার এই উপসর্গের মানুষ! বাড়ছে জল্পনা

করোনা আতঙ্কের মাঝে বাংলার ঘুম ওড়াতে পারে 92 হাজার এই উপসর্গের মানুষ! বাড়ছে জল্পনা

প্রথমদিকে করোনা ভাইরাস বাংলাকে অতটা গ্রাস না করলেও, বর্তমানে এই ভাইরাসের জন্য বাংলা প্রবল চিন্তায় রয়েছে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে আশঙ্কা। কিভাবে এই ভাইরাসকে মোকাবিলা করা যাবে, তার জন্য নানা মহলে নানা তৎপরতা চলছে। তবে বাংলায় করোণা ভাইরাসের সংক্রমনের মাঝেই এবার নতুন চিন্তা গ্রাস করতে শুরু করল।

যেখানে পশ্চিমবঙ্গের প্রায় 92 হাজার মানুষকে নিয়ে ক্রমশ বাড়ছে সকলের। কিন্তু এই 92 হাজার মানুষ কেন সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? জানা গেছে, এই 92 হাজার মানুষের ইনফ্লুয়েঞ্জার মত উপসর্গ রয়েছে। আর বাদবাকি 870 জন মানুষের মধ্যে দেখা গেছে শ্বাসকষ্টজনিত সমস্যা। যা করোনা ভাইরাসের জন্য মোটেই সুখকর নয় বলেই মত বিশেষজ্ঞদের। তাই এই 92 হাজার মানুষ এখন রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 112 জনের শরীরে করোনা ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা গেছে। পাশাপাশি এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসের জন্য রাজ্যে মৃত্যু হয়েছে 72 জন ব্যক্তির। আর করোনা ভাইরাসের উপসর্গ বলতে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি বারবার করে বলছেন বিশেষজ্ঞরা।

তাই সেদিক থেকে বিশেষজ্ঞদের এই মন্তব্য দেখার পর যেভাবে 92 হাজার মানুষের ইনফ্লুয়েঞ্জা রয়েছে, তাতে রীতিমত চিন্তা বাড়ছে রাজ্য সরকারের। যদি সেই সমস্ত মানুষের শরীরে ভাইরাস বাসা বেঁধে থাকে, তাহলে পরিস্থিতি মারাত্মক আকার নেবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

যদিও বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছে যে, বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার টেস্ট করা হচ্ছে। তাই চিন্তার কোনো বিষয় নেই। তবে বিরোধীরা অবশ্য অন্য দাবি করছে। তাদের পাল্টা বক্তব্য, কলকাতার আশেপাশের বাড়িগুলোর জেলাগুলোতে তা হচ্ছে না। তাই পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। তবে যে যাই বলুন না কেন, যেভাবে এই 92 হাজার মানুষের শরীরে থাকা ইনফ্লুয়েঞ্জা চিন্তা বাড়াতে শুরু করেছে, তাতে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আর কোনোই উপায় নেই কারও কাছে বলে মত পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!