এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনায় বাংলার পাশে কেন্দ্র! রাজনৈতিক বিভেদ উড়িয়ে দিল মোটা অঙ্কের টাকা! জানুন বিস্তারিত

করোনায় বাংলার পাশে কেন্দ্র! রাজনৈতিক বিভেদ উড়িয়ে দিল মোটা অঙ্কের টাকা! জানুন বিস্তারিত

সোমবার দেশের প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠকের পরপরই টুইটারে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাংলার জন্য স্বস্তির খবর দেন। জানা যাচ্ছে, কেন্দ্র থেকে রাজ্যের ভাঁড়ারে আসছে প্রায় ৪১৭ কোটি টাকা। অবশ্য শুধু বাংলা নয়, মোট ১৪ টি রাজ্য কেন্দ্রের রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ৬ হাজার ১৯৫ কোটি টাকা পেল কেন্দ্রের কাছ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ১১ মে রাজ্যগুলিকে প্রায় ৬ হাজার ১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। এর মধ্যে বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ।
সাথেই তিনি জানান যে, অর্থমন্ত্রী বলেন, ‘করোনার এই সংকটকালে রাজ্যগুলির সংস্থান বাড়াতে সাহায্য করবে এই অর্থ।’ বাংলার পাশাপাশি আরো ১৩টি রাজ্য এই অর্থ পেয়েছে, কেরল,তাদের প্রাপ্য টাকার পরিমান প্রায় ১,২৭৬ কোটি টাকা, এছাড়া পাঞ্জাব,অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ত্রিপুরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!