LIVE: পঞ্চম দফার ভোট – বেলা বাড়তেই বাড়ছে উত্তেজনা, বহিরাগত ও দুষ্কৃতীদের দাপাদাপিতে রক্তাক্ত ভোট নদীয়া-২৪ পরগনা বিশেষ খবর রাজ্য হাওড়া-হুগলি May 6, 2019 আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ৩ জেলার মোট ৭ টি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে ভোটের রথ ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সুতরাং টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলেছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় উপস্থিতিতে সকাল থেকেই বুথে বুথে দেখা গেছে লম্বা লাইন। কোথায় কি ঘটছে দেখে নিন একনজরে – # দলীয় প্রার্থী অর্জুন সিংকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরে মুখ ফাটিয়ে দিয়েছে অভিযোগে ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি করল বিজেপি, ভোট শান্তিপূর্ণ হচ্ছে দাবি তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর # বিজেপির দাবি হাস্যকর দাবি বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় # মধ্য হাওড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডের ২৬১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে # বহিরাগতদের তাড়া করে এলাকা ছাড়া করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, হাত ও পায়ের বেশ অনেকটা ছোড়ে গিয়ে রক্তাক্ত তিনি # গয়েশপুরে বহিরাগতদের হটাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী, বাড়ি থেকে বার করে এনে বহিরাগতদের মার আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - # বনগাঁয় হিংলি প্রাইমারি স্কুলের বুথ থেকে বিজেপি এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নিজে গিয়ে ফের এজেন্টকে বসালেন # তৃণমূল রিগিং করছে অভিযোগে ধনেখালির দেধাড়ার ৯৪ নং বুথে প্রিসাইডিং অফিসারকে ধমক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের # লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের ‘বন্দেমাতরম’ ধ্বনি, পাল্টা লকেট-অনুগামীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি # হাওড়ার বালির একটি বুথে মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের # উলুবেড়িয়ায় বাগনানে ভোটারদের উপর নজরদারি চালানোর অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে বুথ থেকে বের করে দিলেন প্রিসাইডিং অফিসার # বাগনানের কুলিতাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৭৪ নং বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে # উলুবেড়িয়ার জগদীশপুরে সিপিএমের নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # লিলুয়ায় তৃণমূল ও বিজেপির পোলিং এজেন্টের মধ্যে সংঘর্ষ, ভোট বন্ধ # জগদ্দলে বহিরাগতদের তাড়া করে এলাকাছাড়া করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং # হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডে ১৫৬ থেকে ১৭১ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ শেষ খবর পাওয়া পর্যন্ত, বেলা ১ টা পর্যন্ত রাজ্যের ৭ আসনে প্রদত্ত ভোট – ১. বনগাঁ – ৪০.৮০% ২. ব্যারাকপুর – ৪৩.২৩% ৩. হাওড়া – ৪৪.৯২% ৪. উলুবেড়িয়া – ৫১.০১% ৫. শ্রীরামপুর – ৪১.৩৬% ৬. হুগলি – ৪৭.৫৬% ৭. আরামবাগ – ৫৩.৮৪% # বনগাঁ লোকসভার গাইঘাটায় ফুলসরা পঞ্চায়েতের খড়ের মাঠ এলকায় তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বাইক ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ # ব্যারাকপুরের মোহনপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য-পুলিশও তৃণমূল দুষ্কৃতীদের সাহায্য করছে বলে অভিযোগ অর্জুন শিবিরের # ব্যারাকপুর, হালিশহরে বোমাবাজির অভিযোগ, তৃণমূল ও বিজেপি – দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটে যায় এক জনের # উত্তপ্ত ব্যারাকপুর, কাঁকিনাড়া, দলে দলে বহিরাগত ঢোকানোর অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে # দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দলীয় কার্যালয়ের মধ্যে উদ্ধার গুলির খোল আপনার মতামত জানান -