বাংলার রায় ২০১৯ – বাংলায় প্রবল গেরুয়া ঝড়? লাইভ আপডেট সকাল ১০:১০ টা কলকাতা বিশেষ খবর রাজ্য May 23, 2019 আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ, সেই হিসাবে পশ্চিমবঙ্গের সর্বশেষ চিত্রটা নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - লোকসভা আসন – মোট আসন – ৪২ ঘোষিত/গণনা চলছে – ৪২ তৃণমূল – ২১ বিজেপি – ১৯ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ৩ অন্যান্য – ০ ১. কুচবিহার – ২. আলিপুরদুয়ার – বিজেপি ১১০০ ভোটে এগিয়ে ৩. জলপাইগুড়ি – বিজেপি এগিয়ে ৪. দার্জিলিং – বিজেপি ১,৩৬৫ ভোটে এগিয়ে ৫. রায়গঞ্জ – দেবশ্রী চৌধুরী – বিজেপি ২,৪৯২ এগিয়ে, দীপা দাশমুন্সি – কংগ্রেস পিছিয়ে ৬. বালুরঘাট – ৭. মালদা-উত্তর – খগেন মুর্মু – বিজেপি এগিয়ে, মৌসম নূর – তৃণমূল পিছিয়ে ৮. মালদা-দক্ষিণ – আবু হাসেম খান চৌধুরী – কংগ্রেস এগিয়ে, মোয়াজ্জেম হোসেন – তৃণমূল পিছিয়ে ৯. জঙ্গিপুর – খলিলুর রহমান – তৃণমূল এগিয়ে, অভিজিৎ মুখার্জি – কংগ্রেস পিছিয়ে ১০. বহরমপুর – কংগ্রেস ৭৬৩ ভোটে এগিয়ে ১১. মুর্শিদাবাদ – আবু হেনা – কংগ্রেস এগিয়ে, আবু তাহের – তৃণমূল পিছিয়ে ১২. কৃষ্ণনগর – কল্যাণ চৌবে – বিজেপি এগিয়ে, মহুয়া মৈত্র – তৃণমূল পিছিয়ে ১৩. রানাঘাট – জগন্নাথ সরকার – বিজেপি এগিয়ে, রূপালী বিশ্বাস – তৃণমূল পিছিয়ে ১৪. বনগাঁ – শান্তনু ঠাকুর – বিজেপি এগিয়ে, মমতাবালা ঠাকুর – তৃণমূল পিছিয়ে ১৫. ব্যারাকপুর – অর্জুন সিং – বিজেপি এগিয়ে, দীনেশ ত্রিবেদী – তৃণমূল পিছিয়ে ১৬. দমদম – সৌগত রায় – তৃণমূল এগিয়ে, শমীক ভট্টাচার্য – বিজেপি পিছিয়ে ১৭. বারাসত – কাকলি ঘোষ দস্তিদার – তৃণমূল ৭০০ ভোটে এগিয়ে, মৃণালকান্তি দেবনাথ – বিজেপি পিছিয়ে ১৮. বসিরহাট – তৃণমূল এগিয়ে ১৯. জয়নগর – তৃণমূল এগিয়ে ২০. মথুরাপুর – ২১. ডায়মন্ড হারবার – বিজেপি এগিয়ে ২২. যাদবপুর – তৃণমূল এগিয়ে ২৩. কলকাতা দক্ষিণ – মালা রায় – তৃণমূল এগিয়ে, চন্দ্রকুমার বসু – বিজেপি পিছিয়ে ২৪. কলকাতা উত্তর – সুদীপ বন্দ্যোপাধ্যায় – তৃণমূল এগিয়ে, রাহুল সিনহা – বিজেপি পিছিয়ে ২৫. হাওড়া – তৃণমূল এগিয়ে ২৬. উলুবেড়িয়া – ২৭. শ্রীরামপুর – ২৮. হুগলি – বিজেপি এগিয়ে ২৯. আরামবাগ – ৩০. তমলুক – দিব্যেন্দু অধিকারী – তৃণমূল এগিয়ে ৩১. কাঁথি – শিশির অধিকারী – তৃণমূল এগিয়ে ৩২. ঘাটাল – দীপক অধিকারী – তৃণমূল ৪০০ ভোটে এগিয়ে, ভারতী ঘোষ – বিজেপি পিছিয়ে ৩৩. ঝাড়গ্রাম – বিজেপি এগিয়ে ৩৪. মেদিনীপুর – ৩৫. পুরুলিয়া – বিজেপি এগিয়ে ৩৬. বাঁকুড়া – বিজেপি এগিয়ে ৩৭. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ – বিজেপি এগিয়ে, শ্যামল সাঁতরা – তৃণমূল পিছিয়ে ৩৮. বর্ধমান-পূর্ব – তৃণমূল এগিয়ে ৩৯. বর্ধমান-দুর্গাপুর – মমতাজ সংঘমিত্রা – তৃণমূল এগিয়ে, সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া পিছিয়ে ৪০. আসানসোল – বাবুল সুপ্রিয় – বিজেপি এগিয়ে, মুনমুন সেন – তৃণমূল পিছিয়ে ৪১. বোলপুর – অসিত মাল – তৃণমূল ৬ হাজার ভোটে এগিয়ে, রামপ্রসাদ দাস – বিজেপি পিছিয়ে ৪২. বীরভূম – দুধকুমার মন্ডল – বিজেপি এগিয়ে, শতাব্দী রায় – তৃণমূল এগিয়ে বিধানসভা উপনির্বাচন – ১. দার্জিলিং – ২. ইসলামপুর – বিজেপি এগিয়ে ৩. হাবিবপুর – বিজেপি এগিয়ে ৪. কান্দি – ৫. নওদা – ৬. কৃষ্ণগঞ্জ – ৭. ভাটপাড়া – ৮. উলুবেড়িয়া পূর্ব – আপনার মতামত জানান -