এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাংলায় শিল্পের হাল ফেরাতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পের হাল ফেরাতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলায় বিনিয়োগ নেই বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। কিন্তু সমালোচকদের কথায় কর্নপাত না করে কর্মে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যে শিল্পের জোয়ার আনতে বাংলার সরকারকে নিজের পরিবারের সদস্য বলে মনে করার জন্য বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, সোমবার বিকেলে নিউটাউনে বেঙ্গল সিলিকনভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পে যে কিছুটা সমস্যা এখনও রয়েছে তা স্বীকার করে মুখ্যমন্ত্রী অনুষ্টানে উপস্থিত শিল্পপতিদের আশ্বাস দেন, “আপনাদের পাশে সবসময় সরকার আছে। কোনও সমস্যা হবে না। ” এদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থকে এমন আশ্বাসবানী পেয়ে অভিভূত শিল্পপতিরাও। এদিন অনুষ্টানে উপস্থিত ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট রামদাস কামাথ, কগনিজেন্টের অরুণ বৈদ, টেক মাহিন্দ্রার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবানন্দ রাজা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রেসিডেন্ট তরুন ঝুনঝুনওয়ালা, ন্যাসকমের প্রেসিডেন্ট দেবযানী ঘোষ, ক্যাপজেমিনির ভাইস প্রেসিডেন্ট নির্মাল্য খাঁন, ডিকিউইর চিফ অপারেটিং অফিসার মনোজ মিশ্র, জেনপ্যাক্টের সুমিত আনন্দ, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা সহ বেশ কয়েকজন রাজ্যের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

সঞ্জীব গোয়েঙ্কা  তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সেরা মুখ্যমন্ত্রী বলেও এদিন অভিহিত করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কদিন আগেই রাজ্যে যে ইনফোসিস আসছে, তা সরকারের পক্ষ থেকেই শোনা গিয়েছিল। এদিন রাজ্যের সব আইটি কর্তা, প্রশাসনের সর্বোচ্চ  কর্তাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাঁদের মডেল তুলে ধরেন ইনফোসিস কর্তা। তিনি বলেন, সিলিকনভ্যালি হাব তৈরির উদ্যোগ খুব প্রশংসীয়। এখানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। পশ্চিমবঙ্গে আইটি’র ক্ষেত্রে আমাদের ‘জার্নি’ শুরু হল। আমরা নিউটাউনে ৫০ একর জমিতে ক্যাম্পাস তৈরি করছি। ১৫ মাসের মধ্যে আমরা বিল্ডিংয়ের কাজ শেষ করব।”

এদিন রিলায়েন্সের তরফেও পূর্ব প্রতিশ্রুতি মত যে ৪০ একর জমির উপরে ডেটা সেন্টার তৈরির কথা জিল সেই জমি সরকার দিচ্ছে বলে  বলে জানান রাজ্যের মুখ্যসচিব মলয় দে। সূত্রের খবর, এদিনেল এই অনুষ্টানেই আগামী জানুয়ারি মাসে কোলকাতায় আন্তর্জাতিকমানের সামিট করার কথা রাজ্যকে জানিয়েছেন ন্যাসকমের সভাপতি দেবযানী ঘোষ। এমনকী কগনিজেন্টও নতুন কেন্দ্র খুলতে চলেছে সে ব্যাপারেও এদিন বৈঠকে আলোচনা হয়। এদিকে এদিনের  এই অনুষ্টান মঞ্চ থেকেই রাজ্যে আইটি পলিসি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

সূত্রের খবর রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি এদিনই স্কিল ডেভেলপমেন্টের উপরে রাজ্যের সঙ্গে চুক্তি হয় আমাজন, ইলেক্ট্রনিক সেক্টর স্কিলস কাউন্সিল অব ইন্ডিয়া ও ফুজিসফটের মত সংস্থাগুলির। এদিন অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে বাংলায়  সকলকে শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ক্ষমতায় আসার আগে শ্রমদিবস নষ্ট হয়েছিল ৭০ লক্ষ। আজ আর শ্রমদিবস নষ্ট হয় না। আমরা বন্ধ, ধর্মঘটের বিরোধী। আমাদের ছেলেমেয়েদের মধ্যে মেধা ও প্রতিভা রয়েছে। আমাদের অনেক ছেলে বেঙ্গালুরু, হায়দরাবাদে রয়েছে। তাঁদের ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাই, আইটি শুধু নয়, সব ক্ষেত্রেই বিনিয়োগ হোক। আমরা সবরকম সাহায্য করব। জমির কোনও অভাব হবে না। ল্যান্ড ব্যাঙ্ক আছে। বিদ্যুতের কোনও অভাব নেই।  প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়।” সব মিলিয়ে রাজ্যে শিল্প স্থাপনে ফের অগ্রনী ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!