এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় ‘জঙ্গলরাজ খতম’ করতে এবার হিন্দুত্বের ‘পোস্টার বয়কে’ আমন্ত্রণ হেভিওয়েট বিজেপি নেতার!

বাংলায় ‘জঙ্গলরাজ খতম’ করতে এবার হিন্দুত্বের ‘পোস্টার বয়কে’ আমন্ত্রণ হেভিওয়েট বিজেপি নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা আসনের সংখ্যার বিচারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য। তাই কংগ্রেস, বিজেপি সকলেরই নজর পরে এই রাজ্যটির প্রতি।২০১৭ সালে কংগ্রেসের প্রায় মূলোৎপাটন করে উত্তরপ্রদেশের বিধানসভা দখল করে বিজেপি । নির্বাচনে জয়লাভের পর যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি । এই যোগীজি বেশ দক্ষতার সঙ্গে উত্তরপ্রদেশের শাসনভার পরিচালনা করছেন । বিশেষ করে তিনি, গুন্ডা, সন্ত্রাসবাদী ও অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে ওঠা উত্তর প্রদেশকে অনেকটাই শান্ত ও সাধারণ মানুষের শান্তিতে বাসযোগ্য করে তুলতে পেরেছেন বলে বিজেপি নেতৃত্বের অভিমত।

এককথায় মুখ্যমন্ত্রী ওঠা নির্বাচনে জয়ের কান্ডারি হিসেবে যোগিজি বর্তমানে একজন সফল মুখ। হিন্দুত্বের পোস্টারবয় এই যোগিজিকে ২০১৯- এর লোকসভা নির্বাচনের প্রচারের কাজে বাংলায় এনেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। তিনি বেশ ক্ষুরধার বক্তব্য রেখেছিলেন বাংলার শাসকদলের বিরুদ্ধে।তাঁর বাংলায় প্রবেশে শাসকদল বাধাও দিয়েছিল।যাইহোক বাংলায় তাঁকে আনা সফলই হয়েছিল, একথা বলাই যায়। ১৮ টি লোকসভা আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসাবে অভাবনীয় উত্থান হয়েছিল বিজেপির ।

এখন সামনেই আছে বাংলার বিধানসভা নির্বাচন।আর এই নির্বাচনের ঘুঁটি সাজাতে দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে তিনদিন ধরে বাংলার প্রতিটি বিধানসভা ধরে অলোচনা চলছে, কে প্রচারের কাজ করবে, কে নির্বাচনের প্রার্থী হবে, কোন কেন্দ্রে বিজেপির জেতার সম্ভাবনা কতটা, এর সঙ্গেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের উপরে কতটা দায়িত্বশীল – এই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে কেন্দ্র ও রাজ্য বিজেপির নেতাদের মধ্যে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসন্ন নির্বাচনে বেশ কিছু নতুন মুখকে সামনে এনে লড়াইয়ে নামতে শুরু করেছে বিজেপি।যেমন, বিজেপির যুব বাহিনীর দায়িত্ব পেয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সৌমিত্র খাঁ গেছেন উত্তরপ্রদেশে যোগাজীর সঙ্গে দেখা করতে। বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে যোগাজীর সঙ্গে সৌমিত্র বাবুর দীর্ঘ আলোচনা হয়েছে, যোগিজি বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে আসুন ও সেইসঙ্গে বাংলার যুব বাহিনীকে উদ্দীপ্ত করুন, এমনটাই চান সৌমিত্র বাবু। যা সংবাদসূত্রে জানা গেছে।

উত্তরপ্রদেশে গত তিন বছরে যোগিজি কিভাবে উন্নয়ন করেছেন ও জনগণের সুবিধার্থে কিভাবে একাধিক সরকারি পরিষেবা দান করেছেন, সেসব বাংলার যুব বাহিনীর কাছে তুলে ধরে তাদের নির্বাচনের প্রচারে উদ্দীপ্ত করার কথা বলা হচ্ছে।সংবাদসূত্রে জানা গেছে যে, বাংলার যুব বাহিনীকে উদীপ্ত করার বিষয়ে আলোচনার জন্য সৌমিত্র বাবু মুম্বাইয়ের পুনাম মহাজনের বাসভবনেও যাবেন ও তাঁর সঙ্গে এ ব্যাপারে দীর্ঘ আলোচনাও করবেন ।

বিজেপি নেতারা মনে করেন বাংলায় জঙ্গলরাজ চলছে । বাংলায় তৃণমূল যেখানে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন মডেলকে তুলে ধরতে চান সৌমিত্রবাবু তথা বাংলার বিজেপি নেতৃত্ব । ২০২১ এ বাংলার বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একাধিক প্রচারসভা করবেন যোগীজি, এ কথা সংবাদসূত্রে জানা গেছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!