এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর! আগস্ট থেকেই খুলতে চলেছে 36 টি সরকারি চাকরির রাস্তা

বাংলার চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর! আগস্ট থেকেই খুলতে চলেছে 36 টি সরকারি চাকরির রাস্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বাংলায় কর্মসংস্থান নেই, চাকরি পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিরোধীরা সবথেকে বেশি এই বিষয় তুলে ধরে অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু অবশেষে হয়ত বা সুখবর আসতে চলেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য।

সূত্রের খবর, বাকি থাকা প্রায় 36 টি চাকরির পরীক্ষার জন্য এবার দিনক্ষণ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন পিএসসি কর্তারা। যার ফলে বেকার যুবক-যুবতীদের মধ্যে তৈরি হয়েছে আশার আলো। ইতিমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা হলেও, মেইন পরীক্ষা করা সম্ভব হয়নি। যার ফলে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। কবে হবে সেই পরীক্ষা, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে। কিন্তু এবার তাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে আশার আলো দেখাতে শুরু করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

জানা গেছে, করোনা ভাইরাসের লকডাউনের জন্য গত তিন মাসের একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে। যেখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, ডব্লুবিসিএসের মত পরীক্ষা বাদ রয়েছে। আর সেই সমস্ত পরীক্ষার্থীরা এতদিন শঙ্কায় দিন কাটাচ্ছিলেন। তবে এবার অবশেষে এই ব্যাপারে খুশির খবরআসতে শুরু করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বটানিস্ট পদে নিয়োগের সম্ভাব্য দিন আগামী 13 ই আগস্ট করা হয়েছে। একইভাবে চলতি বছরের 25 জানুয়ারি ক্লার্কশিপের প্রিলি পরীক্ষার পর গত 14 জুন ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় আগামী 27 সেপ্টেম্বর এই পরীক্ষার দিন ধার্য করেছে পিএসসি। অন্যদিকে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আগামী বছরের একুশে ফেব্রুয়ারি হবে বলে জানানো হয়েছে। আর আগামী বছরের 7 ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে ডব্লুবিসিএস প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ।

অন্যদিকে রাজ্যের অঙ্গনওয়ারী কেন্দ্রগুলোতে সহায়িকা এবং সম্প্রসারিত হিসেবে যারা এতদিন কাজ করতেন, তাদের সুপারভাইজার পদে উন্নীত হওয়ার জন্য এপ্রিল মাসে একটি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা না হওয়ায় আগামী 12 এবং 13 সেপ্টেম্বর সেই পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।

আর সবকিছু মিলিয়ে প্রায় 36 টি চাকরির জন্য নতুন করে পরীক্ষার দিন স্থির করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। যা নিঃসন্দেহে আশার আলো তৈরি করেছে চাকরি প্রার্থীদের মধ্যে। লকডাউনের কারণে সেই পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়েছিলেন কর্মপ্রার্থীরা। কিন্তু এবার নতুন করে দরজা খুলতে শুরু করায় তারা আশায় দিন গুজরান করতে শুরু করেছেন। এখন পাকাপাকিভাবে এই পরীক্ষা কবে নেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!