এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কর্মসূচিতে অনুপস্থিত, তবুও “বাংলার গর্ব মমতা” দিয়েই সূচনা শুভেন্দুর!

কর্মসূচিতে অনুপস্থিত, তবুও “বাংলার গর্ব মমতা” দিয়েই সূচনা শুভেন্দুর!

গত 2 মার্চ নেতাজি ইন্ডোরে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং দলীয় প্রার্থীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। যেখানে “বাংলার গর্ব মমতা” নামে একটি কর্মসূচির সূচনা করা হয়। তবে আশ্চর্যজনকভাবে এখানে তৃণমূলের সমস্ত হেভিওয়েট নেতা থেকে শুরু করে নিচুতলার নেতা, কর্মীরা উপস্থিত থাকলেও, সেখানে অনুপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের দাপুটে মন্ত্রী তথা বিশিষ্ট সাংগঠনিক নেতা শুভেন্দু অধিকারীকে। যা নিয়ে নানা মহলে তৈরি হয়ে যায় শোরগোল পরিস্থিতি।

অনেকেই আঁচ করতে শুরু করেন, যেহেতু প্রশান্ত কিশোরকে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানে না থেকে বুঝিয়ে দিলেন, তিনি কারও ধার ধারেন না। তবে তাকে নিয়ে নানা মহলে যে কথাই রটুক না কেন, দলের প্রতি যে তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল, তা বারেবারেই বুঝিয়ে দিয়েছেন অধিকারী পরিবারের যুবরাজ।

আর তাই “বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে উপস্থিত না থাকতে পারলেও, 7 মার্চ সোনামুখী এবং বিষ্ণুপুরে সেই কর্মসূচির মাধ্যমেই পৌরভোটে দামামা বাজানোর পরিকল্পনা করেছেন বাঁকুড়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, তৃণমূলের এই নতুন কর্মসূচি “বাংলার গর্ব মমতা” মোট 75 দিনের কর্মসূচি। যা পৌরসভা ভোটের আগে জনসংযোগের অন্যতম মাধ্যম বলেই পরিগণিত হবে। আর সেই কর্মসূচি আগামী 7 মার্চ বাঁকুড়াতে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সূচনা করবেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

 

সূত্রের খবর, সেদিন শুভেন্দু অধিকারী দুপুর দুটোর সময় সোনামুখীতে কর্মী সম্মেলনের পর বিকেল চারটেয় বিষ্ণুপুরে বাংলার গর্ব মমতা” কর্মসূচি করবেন। অর্থাৎ দলের এই কর্মসূচির সূচনা সময় শুভেন্দুবাবু উপস্থিত না থাকলেও, তিনি যে দল অন্তপ্রাণ এবং দলের কাজ যে তিনি করে যাবেন, তা বাঁকুড়া জেলার পর্যবেক্ষক হিসেবে সিদ্ধান্ত নিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি শ্যামল সাঁতরা বলেন, “আগামী 7 মার্চ সোনামুখী এবং বিষ্ণুপুরের শুভেন্দুবাবু কর্মী সম্মেলন করবেন। দুই জায়গাতেই 1200 জন করে প্রতিনিধি থাকবেন। তাতে দলের সক্রিয় কর্মী ছাড়াও মা-মাটি-মানুষের সরকারের প্রতি আস্থা রাখেন এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের প্রতি আনুগত্য রয়েছে, এমন অরাজনৈতিক বিশিষ্টজনদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তার জন্য বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র পৌঁছনো হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দুবাবু যখন যে দায়িত্ব নেন, তখন তাঁ নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করেন। বর্তমানে তিনি একাধিক জেলার পর্যবেক্ষক। তারমধ্যে বাঁকুড়া জেলাও পরে। তাই সেই বাঁকুড়া জেলায় দলের কর্মসূচির সূচনা করে পৌরসভা নির্বাচনের দামামা এখন থেকেই বাজিয়ে দিতে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলে মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!