এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের রায় লাইভ আপডেট সকাল ১১:১৫ টা – পঞ্চায়েত সমিতিতেও জয় শুরু ঘাসফুলের

পঞ্চায়েতের রায় লাইভ আপডেট সকাল ১১:১৫ টা – পঞ্চায়েত সমিতিতেও জয় শুরু ঘাসফুলের


অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে গত ১৪ মে বাঙালি হয়ে গেল পঞ্চায়েতের জন্য ভোটগ্রহণ। সেদিনের অশান্তির জেরে বেশ কিছু বুথে গতকাল পুনর্নির্বাচন হয়। সেই পুনর্নির্বাচনের এড়ানো যায় নি অশান্তি। আর অবশেষে আজ হচ্ছে পঞ্চায়েতের ভোট গণনা। ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ৩৪% আসনে কোনোরকম ফল ঘোষণা আপাতত স্থগিত। আজ ফলাফল উঠে আসবে বাকি ৬৬% আসনে। আজ সারাদিন ধরে পঞ্চায়েতের রায়ের খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। বাংলার পঞ্চায়েতের রায় নিয়ে সব খবর সবার আগে জনতা চোখ রাখুন প্রিয় বন্ধু বাংলার পেজে। একনজরে দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত পঞ্চায়েতের গণনাকে ঘিরে কি খবর পাওয়া যাচ্ছে –

সকাল ১১:১৫ টা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার পঞ্চায়েত সমিতির চিত্র নিম্নরূপ –

পুরো রাজ্যের ক্ষেত্রে –
মোট আসন – ৯,২৪০
ভোট হয়েছে – ৬,১৫৮
এখনো পর্যন্ত ঘোষিত – ৬
তৃণমূল কংগ্রেস – ৬
বিজেপি – ০
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

১. মুর্শিদাবাদ –
ভোট হয়েছে – ২৬৪
এখনো পর্যন্ত ঘোষিত – ২
তৃণমূল কংগ্রেস – ২
বিজেপি – ০
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

২. পশ্চিম বর্ধমান –
ভোট হয়েছে – ৬৬
এখনো পর্যন্ত ঘোষিত – ৪
তৃণমূল কংগ্রেস – ৪
বিজেপি – ০
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!