পঞ্চায়েতের রায় লাইভ আপডেট সকাল ১১:৩০ টা – দুরন্ত গতিতে ছুটছে তৃণমূল এক্সপ্রেস বিশেষ খবর রাজ্য May 17, 2018 অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে গত ১৪ মে বাঙালি হয়ে গেল পঞ্চায়েতের জন্য ভোটগ্রহণ। সেদিনের অশান্তির জেরে বেশ কিছু বুথে গতকাল পুনর্নির্বাচন হয়। সেই পুনর্নির্বাচনের এড়ানো যায় নি অশান্তি। আর অবশেষে আজ হচ্ছে পঞ্চায়েতের ভোট গণনা। ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ৩৪% আসনে কোনোরকম ফল ঘোষণা আপাতত স্থগিত। আজ ফলাফল উঠে আসবে বাকি ৬৬% আসনে। আজ সারাদিন ধরে পঞ্চায়েতের রায়ের খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। বাংলার পঞ্চায়েতের রায় নিয়ে সব খবর সবার আগে জনতা চোখ রাখুন প্রিয় বন্ধু বাংলার পেজে। একনজরে দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত পঞ্চায়েতের গণনাকে ঘিরে কি খবর পাওয়া যাচ্ছে – সকাল ১১:৩০ টা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার গ্রাম পঞ্চায়েতের চিত্র নিম্নরূপ পুরো রাজ্যের ক্ষেত্রে – মোট আসন – ৪৮,৭৫১ ভোট হয়েছে – ৩১,৮৩৬ এখনো পর্যন্ত ঘোষিত – ৭,৩৯৬ তৃণমূল কংগ্রেস – ৬,৬৩২ বিজেপি – ৩৮৯ বামফ্রন্ট – ১৫৭ কংগ্রেস – ৮১ অন্যান্য – ১৩৭ ১. কুচবিহার – ভোট হয়েছে – ১,২৯৫ এখনো পর্যন্ত ঘোষিত – ৩১৩ তৃণমূল কংগ্রেস – ২৮২ বিজেপি – ১২ বামফ্রন্ট – ১৩ কংগ্রেস – ১ অন্যান্য – ৫ ২. আলিপুরদুয়ার – ভোট হয়েছে – ৯৫৪ এখনো পর্যন্ত ঘোষিত – ১৮৫ তৃণমূল কংগ্রেস – ১৫১ বিজেপি – ১৫ বামফ্রন্ট – ১৩ কংগ্রেস – ১ অন্যান্য – ৫ ৩. জলপাইগুড়ি – ভোট হয়েছে – ১,২৩১ এখনো পর্যন্ত ঘোষিত – ২৬১ তৃণমূল কংগ্রেস – ২২০ বিজেপি – ১৭ বামফ্রন্ট – ৪ কংগ্রেস – ২ অন্যান্য – ১৮ ৪. উত্তর দিনাজপুর – ভোট হয়েছে – ১,৫৬২ এখনো পর্যন্ত ঘোষিত – ১৯৫ তৃণমূল কংগ্রেস – ১৭৫ বিজেপি – ৬ বামফ্রন্ট – ৪ কংগ্রেস – ৩ অন্যান্য – ৭ ৫. দক্ষিণ দিনাজপুর – ভোট হয়েছে – ৯২১ এখনো পর্যন্ত ঘোষিত – ২২০ তৃণমূল কংগ্রেস – ১৭১ বিজেপি – ১৭ বামফ্রন্ট – ৫ কংগ্রেস – ৪ অন্যান্য – ২৩ ৬. মালদা – ভোট হয়েছে – ২,২৩০ এখনো পর্যন্ত ঘোষিত – ৩০২ তৃণমূল কংগ্রেস – ২৪৭ বিজেপি – ২১ বামফ্রন্ট – ১০ কংগ্রেস – ১৮ অন্যান্য – ৬ ৭. মুর্শিদাবাদ – ভোট হয়েছে – ১,৪৯৪ এখনো পর্যন্ত ঘোষিত – ৪০৯ তৃণমূল কংগ্রেস – ৩৮১ বিজেপি – ৫ বামফ্রন্ট – ৮ কংগ্রেস – ১০ অন্যান্য – ৫ ৮. নদীয়া – ভোট হয়েছে – ২,৬৯১ এখনো পর্যন্ত ঘোষিত – ৫৬৭ তৃণমূল কংগ্রেস – ৫০১ বিজেপি – ৩১ বামফ্রন্ট – ১৫ কংগ্রেস – ১৪ অন্যান্য – ৬ ৯. উত্তর ২৪ পরগনা – ভোট হয়েছে – ২,৫৭৫ এখনো পর্যন্ত ঘোষিত – ৬১৭ তৃণমূল কংগ্রেস – ৫৮১ বিজেপি – ২১ বামফ্রন্ট – ৫ কংগ্রেস – ৪ অন্যান্য – ৬ ১০. দক্ষিণ ২৪ পরগনা – ভোট হয়েছে – ৩,০৯৪ এখনো পর্যন্ত ঘোষিত – ৫৫৫ তৃণমূল কংগ্রেস – ৫৩০ বিজেপি – ১৩ বামফ্রন্ট – ২ কংগ্রেস – ৬ অন্যান্য – ৪ ১১. হাওড়া – ভোট হয়েছে – ১,৮১১ এখনো পর্যন্ত ঘোষিত – ২৯৪ তৃণমূল কংগ্রেস – ২৮১ বিজেপি – ৪ বামফ্রন্ট – ৩ কংগ্রেস – ১ অন্যান্য – ৫ ১২. হুগলী – ভোট হয়েছে – ১,৮৩১ এখনো পর্যন্ত ঘোষিত – ৫৩৫ তৃণমূল কংগ্রেস – ৫০১ বিজেপি – ১২ বামফ্রন্ট – ১৩ কংগ্রেস – ৪ অন্যান্য – ৫ ১৩. পূর্ব মেদিনীপুর – ভোট হয়েছে – ২,৫৯২ এখনো পর্যন্ত ঘোষিত – ৪১৯ তৃণমূল কংগ্রেস – ৩৯০ বিজেপি – ১৪ বামফ্রন্ট – ৯ কংগ্রেস – ১ অন্যান্য – ৫ ১৪. পশ্চিম মেদিনীপুর – ভোট হয়েছে – ২,২২৪ এখনো পর্যন্ত ঘোষিত – ৬৬৫ তৃণমূল কংগ্রেস – ৬০৮ বিজেপি – ৪২ বামফ্রন্ট – ৩ কংগ্রেস – ২ অন্যান্য – ১০ ১৫. ঝাড়গ্রাম – ভোট হয়েছে – ৭৮০ এখনো পর্যন্ত ঘোষিত – ২৬২ তৃণমূল কংগ্রেস – ১৯০ বিজেপি – ৫১ বামফ্রন্ট – ১৪ কংগ্রেস – ২ অন্যান্য – ৫ ১৬. পুরুলিয়া – ভোট হয়েছে – ১,৯২০ এখনো পর্যন্ত ঘোষিত – ২৯৬ তৃণমূল কংগ্রেস – ২৩৩ বিজেপি – ৪৭ বামফ্রন্ট – ৮ কংগ্রেস – ৩ অন্যান্য – ৫ ১৭. বাঁকুড়া – ভোট হয়েছে – ৯১২ এখনো পর্যন্ত ঘোষিত – ৪১৩ তৃণমূল কংগ্রেস – ৩৯০ বিজেপি – ১০ বামফ্রন্ট – ৬ কংগ্রেস – ২ অন্যান্য – ৫ ১৮. পূর্ব বর্ধমান – ভোট হয়েছে – ১,১৩৮ এখনো পর্যন্ত ঘোষিত – ৩৬৪ তৃণমূল কংগ্রেস – ৩৩৩ বিজেপি – ১৪ বামফ্রন্ট – ১২ কংগ্রেস – ০ অন্যান্য – ৫ ১৯. পশ্চিম বর্ধমান – ভোট হয়েছে – ৩০১ এখনো পর্যন্ত ঘোষিত – ২৯০ তৃণমূল কংগ্রেস – ২৫৭ বিজেপি – ১৭ বামফ্রন্ট – ৯ কংগ্রেস – ৩ অন্যান্য – ৪ ২০. বীরভূম – ভোট হয়েছে – ২৮০ এখনো পর্যন্ত ঘোষিত – ২৩৪ তৃণমূল কংগ্রেস – ২১০ বিজেপি – ২০ বামফ্রন্ট – ১ কংগ্রেস – ০ অন্যান্য – ৩ আপনার মতামত জানান -