এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের রায় লাইভ আপডেট সকাল ৮:৩০ টা – শুরু হল গণনার কাজ

পঞ্চায়েতের রায় লাইভ আপডেট সকাল ৮:৩০ টা – শুরু হল গণনার কাজ


অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে গত ১৪ মে বাঙালি হয়ে গেল পঞ্চায়েতের জন্য ভোটগ্রহণ। সেদিনের অশান্তির জেরে বেশ কিছু বুথে গতকাল পুনর্নির্বাচন হয়। সেই পুনর্নির্বাচনের এড়ানো যায় নি অশান্তি। আর অবশেষে আজ হচ্ছে পঞ্চায়েতের ভোট গণনা। ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ৩৪% আসনে কোনোরকম ফল ঘোষণা আপাতত স্থগিত। আজ ফলাফল উঠে আসবে বাকি ৬৬% আসনে। আজ সারাদিন ধরে পঞ্চায়েতের রায়ের খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। বাংলার পঞ্চায়েতের রায় নিয়ে সব খবর সবার আগে জনতা চোখ রাখুন প্রিয় বন্ধু বাংলার পেজে। এখনো পর্যন্ত শেষ খবর যা পাওয়া গেছে –

১. রাজ্যজুড়ে ২৯১ টি গণনাকেন্দ্রে চলবে পঞ্চায়েতের ভোটের গণনা
২. সকাল ৭:৩০ টাতেই খুলে দেওয়া হয়েছে স্ট্রংরুমের দরজা
৩. গণনার কাজ শুরু হয়েছে ৮:০০ টা থেকে
৪. পঞ্চায়েত ভোট যেহেতু ব্যালটে হয়, তাই গণনাতে সময় লাগে
৫. প্রক্রিয়া দ্রুত শেষ করতে কমিশন সূত্রে জানানো হয়েছে টেবিল সংখ্যা বাড়িয়ে ২-৩ রাউন্ডের মধ্যেই গণনার কাজ শেষ করতে হবে
৬. প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের গণনা
৭. যেহেতু প্রায় ৩৪% আসনে গণনা হচ্ছে না, তাই আশা করা যাচ্ছে আজ রাট ১০:০০-১১:০০ টার মধ্যে সামগ্রিক চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যাবে
৮. প্রথমেই হচ্ছে ইডি অর্থাৎ পোস্টাল ব্যালটের গণনা
৯. ইডির গণনা সকাল ৮:৩০ টা থেকে শুরু হয়ে গেছে
১০. প্রাথমিক ফলাফল সকাল ৯:৩০ টা নাগাদ আসতে শুরু করবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!