এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রেকিং নিউজ – ২৩ তারিখ ফল বেরোলেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে

ব্রেকিং নিউজ – ২৩ তারিখ ফল বেরোলেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – রাজ্য তথা গোটা দেশ আপাতত নির্বাচনের আবহে – পাঁচ দফা নির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত। বাকি শুধু মাত্র দুদফার নির্বাচন, আর তারপরেই আগামী ২৩ শে মে ইভিএম বাক্স খুলে নির্ধারিত হয়ে যাবে দেশের পরবর্তী কেন্দ্র সরকার কারা গঠন করতে চলেছে। কিন্তু, ফলাফল যাই হোক না কেন – আবারো কপাল পুড়তে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। শুধুমাত্র ভোটের জন্য আটকে রয়েছে নির্দেশিকা, কিন্তু ফলাফল বেরিয়ে গেলেই দিনের আলো দেখতে চলেছে আবারো পে-কমিশনের মেয়াদ বৃদ্ধি বলে জানা গেছে।

সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশীষ শীল জানান, আগামী ২৬ শে মে পে-কমিশনের মেয়াদ সাড়ে তিন বছর পূর্ণ করতে চলেছেন। মাননীয়া বলেছেন ৪২ এ ৪২ পাবেন , সেটা তিনি পাবেন কি পাবেন না সেটা ঠিক হয়ে যাবে আগামী ২৩ শে মে। কিন্তু, মাননীয়ার কল্যানে সারা ভারতবর্ষে যা কোনোদিন হয় নি তা আগামী ২৬ শে মে হতে চলেছে। ৪২ মাস পূর্ণ করতে চলেছে পে কমিশন। নীতিগতভাবে বামেদের আমরা যতই বিরোধিতা করি, এই বাম সরকারই মাত্র ৬ মাসের মধ্যে পঞ্চম পে কমিশন চালু করে দিয়েছিল। অথচ খেলা-মেলা-উৎসব নিয়ে ব্যস্ত মাননীয়া ৪২ মাস শেষেও পে-কমিশন দিতে ব্যর্থ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেবাশীষবাবুর আরও অভিযোগ, তবে এখানেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দুর্দশা শেষ হচ্ছে না। মাননীয়ার কল্যানে এই বেতন কমিশনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি পেতে চলছে। আমি ইতিমধ্যেই পে-কমিশনের অফিসে ও নবান্নের অর্থ দপ্তরে যোগাযোগ করে জানতে পেরেছি, ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গেছে। শুধুমাত্র নির্বাচন চলার জন্য তা সামনে আসছে না। আগামী ২৩ শে মে নির্বাচনের ফল ঘোষণা হলেই, এই সরকারি নির্দেশিকা দিনের আলো দেখবে। পে কমিশনের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এটা নিশ্চিত করে দিলেন – এই সরকার কোনোমতেই আর বেতন কমিশন দেবে না, শুধুমাত্র মেয়াদ বৃদ্ধির বুজরুকিই দিয়ে যাবে।

দেবাশীষবাবুর বক্তব্য, আজ দিনের আলোর মত স্পষ্ট যতদিন রাজ্যে তৃণমূল সরকার থাকবে ততদিন রাজ্য সরকারি কর্মচারীদের কপালে বঞ্চনা আর বদলি সন্ত্রাস ছাড়া অন্য কিছু জুটবে না। অন্যদিকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলার সরকারি কর্মচারীদের এই দুর্দশা দেখে হতবাক, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তো স্পষ্টই বলে দিয়েছেন বাংলায় বিজেপি সরকার হলে, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আর তাই, বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এই বঞ্চনাকারী সরকারকে আর কিছুতেই রাখা যাবে না, যার প্রথম ধাপ হিসাবে এই দলের ভরাডুবি আগামী ২৩ শে মে ইভিএম খুললেই দেখতে পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!