এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিরোধীদের দাবিকে সীলমোহর দিয়ে বাংলায় জঙ্গিদের উপদ্রব নিয়ে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে

বিরোধীদের দাবিকে সীলমোহর দিয়ে বাংলায় জঙ্গিদের উপদ্রব নিয়ে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে


বাংলায় জঙ্গিদের উপদ্রব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন সময়েই রাজ্যের আইন-শৃঙ্খলার ব্যাপারে সরব হতে দেখা গেছে বিরোধীদের। আর এবার বিরোধীদের এই দাবিকে কিছুটা হলেও সীলমোহর দিয়ে রাজ্যের মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার মাদ্রাসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হল।

সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জায়গায় কুখ্যাত জঙ্গিরা নিয়মিত যাতায়াত করছেন। এমনকি কিছু কিছু জায়গায় তারা তাদের প্রশিক্ষণ নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। যার মধ্যে মুর্শিদাবাদ, বর্ধমান জেলা রয়েছে বলে খবর। যেখানে মাদ্রাসাগুলিতে যুবকদের মগজ ধোলাই করে তাদেরকে এই জঙ্গী উপদ্রবের কাজে ব্যবহার করা হচ্ছে।মালদা ও নদিয়া জেলাতেও বেশ কিছু এই ধরণের মাদ্রাসা সন্ধান পাওয়া গেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের ডিটারফে দাবি করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত 2014 সালে বাংলার খাগড়াবাড়ির একটি বিস্ফোরণকে কেন্দ্র করে জেএমবি জঙ্গি ঘাটির তথ্য সামনে চলে আসে। যার ফলে এই বিস্ফোরণকাণ্ডে কলকাতা এবং বেঙ্গালুরু থেকে পাঁচ জঙ্গীকে গ্রেফতার করা হয়। আর এরপরই সম্প্রতি বিরোধীদের তরফে বাংলার আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হলে এদিন সেই অভিযোগেই কার্তত রীতিমতো সীলমোহর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বাংলার জঙ্গি উপদ্রব নিয়ে সতর্কবার্তা জারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!