এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা “উত্তরপ্রদেশ” নয়! বরং অনেকটা “দিল্লির” মত? একুশের আগে চিন্তায় ঘুম উড়ছে গেরুয়া শিবিরের?

বাংলা “উত্তরপ্রদেশ” নয়! বরং অনেকটা “দিল্লির” মত? একুশের আগে চিন্তায় ঘুম উড়ছে গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বাংলার ক্ষমতা দখল করা বিজেপির কাছে এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তার জন্য দলীয় স্তরে নানা ব্লু প্রিন্ট তৈরি করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বাংলা দখল করা কি অতই সহজ বিজেপির পক্ষে? অনেকে বলেছেন, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের ধারা যেভাবে সহজ গতিতে এগিয়ে গিয়েছিল, দিল্লিতে তা ছিল না। আর দিল্লির মতই বাংলাও বিজেপির কাছে একই কঠিনতম রাজ্য হিসেবে পরিচিত। তাই এখানকার ক্ষমতা দখল তাদের পক্ষে অত সহজ হবে না বলেই দাবি করছেন একাংশ। কিন্তু এর পেছনে কি কি কারণ এবং যুক্তি রয়েছে?

বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিগত সরকারের আমলে একের পর এক লড়াই সংগ্রাম করে নিজের একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে বিজেপির পক্ষ থেকে যদি পরিবর্তন আনার জন্য তৃনমূলকে চাপে ফেলা হয়, তাহলে তাদের কাছে সঠিক মুখের এখনও পর্যন্ত যথেষ্ট অভাব রয়েছে। যার ফলে তাদের অনেকটা বেগ পেতে হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, 2011 সালে তৃনমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর মত নানা প্রকল্প দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ হিসেবে বিজেপি যদি সঠিক কাউকে দাঁড় করাতে না পারে, তাহলে তাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে। এক্ষেত্রে বাংলার মাটিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ যোগী আদিত্যনাথের মত মুখ আদৌ বিজেপি পাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এছাড়াও বাংলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষাগত উক্তি নানা সময়ে বিড়ম্বনায় ফেলছে গেরুয়া শিবিরে। শুধু তাই নয়, মুসলিম ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকে তাকায় বিজেপির সাফল্য পাওয়া কিছুটা হলেও সংশয়ের মুখে। আর এই সমস্ত কিছুর পাশাপাশি সব থেকে যেটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে, তা হল দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের দ্বন্দ্ব। আর এই দুই নেতার দ্বন্দ্বে গেরুয়া শিবির আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্বাভাবিক ভাবেই এই সমস্ত বিষয়গুলো এখন খুব বেশি পরিমাণে প্রাধান্য পাওয়ায় বিজেপি আদৌ বাংলায় সাফল্য পাবে কিনা, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে এই সমস্ত ইস্যুকে সামলে নিয়ে এখন গেরুয়া শিবির বাংলা জয়ের পথকে কতটা প্রশস্ত করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!