এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > বাংলা সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রীদের কার উপার্জন কত? জেনে নিন একনজরে

বাংলা সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রীদের কার উপার্জন কত? জেনে নিন একনজরে


বাংলা সিরিয়ালের সবকিছুই তকতকে ঝকঝকে। পোশাক , সিংগীবাড়ী থেকে রায় পরিবার সবকিছুই স্বপ্নের মত ঝলমলে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কথা বলার ধরণ, চলাফেরা, পরিহিত পোশাক সব ক্ষেত্রে প্রভাব পড়ে বাংলার ঘরে ঘরে। ভক্তদের মধ্যে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কৌতুহল জেগেই থাকে। বাংলা ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের বাসস্থান,প্রতিদিনের কাজকর্ম, শরীরচর্চা সবকিছু নিয়েই জানার কৌতুহল থাকে। ছোট থেকে বড়, চাকুরীজীবী থেকে বাড়ির গৃহিণী প্রত্যেকেরই মধ্যে প্রবণতা এসে যায় ধারাবাহিকের মূল চরিত্রের কিছুটা হলেও অনুকরণ করার। এই বাংলা ধারাবাহিকের অভিনেত্রীদের মাসিক ইনকাম কত? এই প্রশ্নটা সবাইকার মনে জাগে।

এবার দেখা যাক জনপ্রিয় অভিনেত্রীদের পারিশ্রমিক কত । প্রথমেই বলা যাক জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার কথা ।এবার আমরা আসি জী বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি নায়িকা দিদিপ্রিয়া রায় -এর কথায় ।প্রত্যেক এপিসোডে তিনি পারিশ্রমিক পান প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। জানা গেছে সৌদামিনী চরিত্রে নায়িকা সুস্মিতা আচার্য তিনি নিচ্ছেন ১৫ থেকে ১৮হাজার টাকা। নকশী কাঁথা সিরিয়ালের মুখ্য অভিনেত্রী মানালি দে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এপিসোড প্রতি এই নায়িকা নেন ১৮ থেকে ২০ হাজার টাকা।কৃষ্ণকলি সিরিয়ালের অভিনেত্রী তিয়াশা রায় প্রত্যেক এপিসোডে তিনি পান ২২ থেকে ২৫ হাজার টাকা।এবার আমরা আসি স্টার জলসার কয়েকটি জনপ্রিয় অভিনেত্রীদের মাসিক ইনকাম কত। জানা গেছে ইন্দ্রানী হালদার প্রত্যেক এপিসোড প্রতি পায় ১৫ থেকে ২০ হাজার টাকা। এদিকে কে আপন কে পর সিরিয়ালের পল্লবী সরকার তিনি পান ৩০ থেকে ৩৫ হাজার টাকা ।

মহাপীঠ তারাপীঠ সিরিয়ালের মা তারার চরিত্রে অভিনয় করছেন নবনীতা রায় তিনি পান পান ১৮ থেকে ২০ হাজার টাকা।এখানে আকাশ নীল সিরিয়াল এর নায়িকা অনামিকা চক্রবর্তী তিনি সিরিয়ালে কেয়া মিত্র নামেই পরিচিত তিনি নেন ২০ থেকে ২২ হাজার টাকা।ইরাবতী চুপ কথা সিরিয়ালের মনামি ঘোষ তিনি নেন ২৫থেকে ৩০ হাজার টাকা। লকডাউনের জেরে টেলিপাড়া এতদিন স্তব্ধ হয়ে থাকলেও অতি শীঘ্রই ফের ছন্দে ফিরতে চলেছে বাংলা সিরিয়াল জগত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!