এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা পেলেন না রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, জোর বিতর্ক

বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা পেলেন না রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, জোর বিতর্ক

 

হায় রে অদৃষ্ট! এবার ভিসা পাওয়া থেকে বঞ্চিত হলেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। যার জন্য বাংলাদেশ সফর বাতিল হল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীর। বস্তুত, বৃহস্পতিবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বাংলাদেশ সফরের কথা ছিল। আর ওপার বাংলায় যাবার জন্য রাজ্য এবং কেন্দ্রের অনুমোদনও পেয়েছিলেন মন্ত্রীমশাই। কিন্তু বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সিদ্দিকুল্লা চৌধুরীকে ভিসা দেয়নি।

যার ফলে বাংলাদেশ সফর বাতিল করতে হচ্ছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীকে। কিন্তু কেন মন্ত্রীকে তার ভিসা দেওয়া হল না! এদিন এই প্রসঙ্গে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সিদ্দিকুল্লা চৌধুরী বুধবার আবেদন করে সবটা হাতে নিতে চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। ভিসার জন্য রাজ্যের কোনও মন্ত্রী আবেদন সিকিউরিটি বা নিরাপত্তামূলক ছাড়পত্রের জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়াটাই নিয়ম। সেটা হয়ে আসতে 2-3 দিন সময় লাগে। ভিসার আবেদন বাতিল করার প্রশ্নই নেই। সেটি প্রসেসিংয়ে রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এহেন দাবি করলেও তার বিপরীত দাবি করতে দেখা গেছে জমিয়ত উলেমাকে। মন্ত্রীর পক্ষে সওয়াল করে এই সংগঠনের বক্তব্য, 26 ডিসেম্বর থেকে 5 দিনের জন্য স্ত্রী-কন্যা, নাতনিকে নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য নিয়ম মেনেই অনলাইনে ভিসার আবেদন করেছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর ব্যক্তিগত সচিব এবং পদস্থ আধিকারিকরা একাধিকবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়েছিলেন।

কিন্তু ভিসা নিয়ে হাইকমিশনের তরফে কোনও কিছু স্পষ্ট করা হয়নি। আর একদিকে সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশ সফর বাতিল হওয়া, আর অন্যদিকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে জমিয়ত উলেমায়ের সংগঠনের এই বিবাদ এখন নতুন করে বিতর্ক তৈরি করল বলেই মত বিশেষজ্ঞদের। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!